স্কুল-গোডাউন–কারখানার জন্য ভাড়া হবে রুনা সিনেমা হল

স্কুল-গোডাউন–কারখানার জন্য ভাড়া হবে রুনা সিনেমা হল

নরসিংদীর মনোহরদীর ঐতিহ্যবাহী রুনা প্রেক্ষাগৃহ আর থাকছে না। ৩৯ বছরের পুরোনো এই প্রেক্ষাগৃহটি এখন মাদ্রাসা, স্কুল, অফিস, বিমা, ব্যাংক, কারখানা, রেস্টুরেন্ট, শপিং মল ও গোডাউনের জন্য ভাড়া দেওয়া হবে। দুই সপ্তাহ ধরে এমন একটি নোটিশ বোর্ড  ঝুলছে ‘রুনা’ প্রেক্ষাগৃহের সামনে। প্রথম আলোকে ব্যবসার ধরন বদলের খবরটি জানিয়েছেন প্রেক্ষাগৃহের প্রতিষ্ঠাতা মালেক মিয়ার পুত্র ফারুক হোসেন, তিনিই এখন এই প্রেক্ষাগৃহ পরিচালনা করছেন।
রুনা প্রেক্ষাগৃহের অবস্থান নরসিংদী জেলার মনোহরদী উপজেলার চালাকচর ইউনিয়নে। গত কয়েক বছর ক্রমাগত আর্থিক লোকসানে প্রেক্ষাগৃহটি বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ।

Explore More Districts