মিরসরাইয়ে কাভার্ড ভ্যানচাপায় শিক্ষিকা নিহত – Chittagong News

মিরসরাইয়ে কাভার্ড ভ্যানচাপায় শিক্ষিকা নিহত – Chittagong News

মিরসরাইয়ে পিকআপের ধাক্কায় রীনা রানী ভৌমিক (৫৩) নামে এক স্কুলশিক্ষক নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরো দুজন। তাদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মঙ্গলবার (১৮ মার্চ) দুপুর ২ টার দিকে মহাসড়কের বড়তাকিয়া মাজার গেট এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত রীনা রানী ভৌমিক ১৫ নং ওয়াহেদপুর ইউনিয়নের গাছবাড়িয়া গ্রামের সুধাংশু আমিন বাড়ির অজিত চন্দ্র নাথের স্ত্রী এবং উপজেলার খৈয়াছরা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক।

আহতরা হলেন—জোরারগঞ্জ থানা গোবিন্দপুর এলাকার শ্যামল নাথের ছেলে, নিজামপুর সরকারি কলেজের প্রথম বর্ষের শিক্ষার্থী অরুপ নাথ (১৮) এবং রাজমিস্ত্রী স্বপন নাথ (৭০)।

খৈয়াছরা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক প্রবাল ভৌমিক বলেন, ‘বিদ্যালয় বন্ধ থাকলেও রমজান মাসে শিক্ষার্থীদের বিশেষ ক্লাস নেওয়া হচ্ছিল। ক্লাস শেষে বাড়িতে যেতে গাড়ির জন্য বড়তাকিয়া মাজার গেট এলাকায় রাস্তার পাশে অপেক্ষা করছিলেন রীনা রানী ভৌমিক। এ সময় দ্রুতগামী একটি পিকআপ রাস্তার পাশে এসে তাকে ধাক্বা দিলে ঘটনাস্থলে তিনি মারা যান।’

তিনি জানান, রীনা রানী দীর্ঘ ২০ বছর ধরে খৈয়াছড়া উচ্চ বিদ্যালয়ে শিক্ষকতা করছেন।

জোরারগঞ্জ হাইওয়ে থানা পুলিশের সার্জেন্ট মিনার হোসেন জানান, গাড়িতে ওঠার জন্য যাত্রী চাউনির পাশে দাঁড়িয়েছিলেন তারা। দুপুর দুইটার দিকে চট্টগ্রামমুখী একটি পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা দিলে দাঁড়িয়ে থাকা তিন জনের মধ্যে ঘটনাস্থলেই রীনা রানী ভৌমিকের মৃত্যু হয়। গাড়িচালককে আটক করা হয়েছে।

এমজে/সিটিজিনিউজ

Explore More Districts