বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির বড়লেখা সরকারি ডিগ্রি কলেজ শাখার উদ্যোগে ১৭ মার্চ (সোমবার) বিকেল ৪টায় কলেজ হলরুমে মাহে রামাদ্বানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
এতে সভাপতিত্ব করেন ছাত্রশিবিরের কলেজ সভাপতি আশরাফুল ইসলাম। সেক্রেটারি রুহুল আহমদের পরিচালনায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ছাত্রশিবিরের কেন্দ্রীয় কার্যকরি পরিষদ সদস্য ও শাহজালাল বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সভাপতি তারেক মনোওয়ার। বিশেষ অতিথি ছিলেন ছাত্রশিবিরের কেন্দ্রীয় সাবেক অর্থ সম্পাদক মাওলানা আমিনুল ইসলাম, জেলা সভাপতি নিজাম উদ্দিন, সাবেক জেলা সভাপতি আব্দুস সামাদ, বড়লেখা সরকারি কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) আবদুস সবুর, শিক্ষক ও ক্রীড়া সংগঠক রেজাউল ইসলাম মিন্টু, জেলা অফিস সম্পাদক মহসিন আহমদ, অর্থ সম্পাদক তোফাজ্জল হোসাইন, জেলা পাঠাগার ও ফাউন্ডেশন সম্পাদক তারেক আহমদ, সাবেক কলেজ সভাপতি ও সিলেট মহানগর জামায়াত নেতা আবু হাসান।
এসময় উপস্থিত ছিলেন ছাত্রশিবির বড়লেখা শহর সভাপতি হুমায়ুন কবির সাজু, উত্তর সভাপতি জাবেদ আহমদ, দক্ষিণ সভাপতি আব্দুর রহমান, পশ্চিম সভাপতি কামরান আহমদ, বড়লেখা শহর সেক্রেটারি নোমান আহমদ, পশ্চিম সেক্রেটারি সাব্বির আহমদ, বড়লেখা শহর অর্থ সম্পাদক এমদাদুল হক এমাদ, স্কুল কার্যক্রম সম্পাদক মো কলিম উদ্দিন, সাহিত্য সম্পাদক জাকির হোসেন, কলেজ সম্পাদক শামসুল আলম হাসান, সদর দক্ষিণ পরিচালক আব্দুল আহাদ, পৌরসভা সভাপতি সাব্বির আহমদ, সদর উত্তর সভাপতি রিয়াজ উদ্দিন, দক্ষিণ সভাপতি তারেক খান, পৌরসভা সেক্রেটারি ইফতেহাম মাহফুজ, মাদরাসা সেক্রেটারি আদিলুর রহমান, পৌরসভা অর্থ সম্পাদক নাহিদ আহমদ প্রমূখ।
অনুষ্ঠানে প্রধান অতিথি মাহে রামাদ্বানের তাৎপর্য শীর্ষক আলোচনা ও উন্নত ক্যারিয়ার গঠনে আলোচনার পাশাপাশি বলেন, ছাত্রশিবির সবসময় শিক্ষার্থীদের পাশে থেকে তাদের কল্যাণে কাজ করে যাচ্ছে। এই ইফতার মাহফিল আমাদের ভ্রাতৃত্ববোধ ও পারস্পরিক সহযোগিতার একটি অনন্য দৃষ্টান্ত। আমরা বিশ্বাস করি, এই ধরনের আয়োজন শিক্ষার্থীদের মধ্যে ঐক্য ও সম্প্রীতি বৃদ্ধি করবে।