রামগতিতে দূর্যোগ প্রস্তুতি দিবসের শোভাযাত্রা ঘিরে সামাজিক মাধ্যমে আলোচনা

রামগতিতে দূর্যোগ প্রস্তুতি দিবসের শোভাযাত্রা ঘিরে সামাজিক মাধ্যমে আলোচনা

রামগতিতে দূর্যোগ প্রস্তুতি দিবসের শোভাযাত্রা ঘিরে সামাজিক মাধ্যমে আলোচনা

নিজস্ব প্রতিনিধি | লক্ষ্মীপুরটোয়েন্টিফোর 

১০ মার্চ ‘জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবসে লক্ষ্মীপুরের অন্যান্য উপজেলার ন্যায় রামগতি উপজেলায় একটি শোভাযাত্রা বের করা হয়। ‍কিন্ত এ শোভাযাত্রায় অংশগ্রহনকারীদের নিয়ে সামাজিক মাধ্যমে সমালোচনা তৈরি হয়েছে। অনেক ব্যবহারকারি বিষয়টি নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন। এ সংক্রান্ত কয়েকটি ছবি ফেসবুকে দেখা যাচ্ছে। ছবিতে দেখা যায়, উপজেলা পরিষদের সামনে শোভাযাত্রা নিয়ে হেটে যাচ্ছে অংশগ্রহনকারীরা, যাদের মধ্যে রামগতি উপজেলা নির্বাহী কর্মকর্তার খুব নিকটেই রয়েছেন, চর আবদুল্লাহ ইউনিয়নের বির্তকিত চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি কামাল উদ্দিন মন্জুর, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি চর রমিজ চেয়ারম্যান মোজাহিদুল ইসলাম দিদার, উপজেলা আওয়ামী লীগ যুগ্ম সাধারণ সম্পাদক চর আলগী ইউনিয়ন চেয়ারম্যান জাকির হোসেন লিটন চৌধুরী। সাথে রয়েছেন উপজেলা বিএনপির সভাপতি জামাল উদ্দিন ও সাধারণ সম্পাদক মোহাম্মদ সিরাজুল ইসলাম প্রমুখ। 

এ ছবিটি দেখে ফেসুবক জুড়ে অনেকে উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ সংশ্লিষ্ট জনকে নানা মন্তব্য লিখছেন।

বোরহান উদ্দিন রহমান নামের একজন লিখেছেন,

কি বুজঝলেন? এরা তখন ছিল আওয়ামী লীগের, এখন বিএনপির বি,টিম।

দেলোয়ার হোসেন স্বপন নামের একজন লিখেছেন, 

তাহলে কি বিএনপির কেন্দ্রীয় সিদ্ধান্ত স্হানীয়রা না মেনে বিভিন্ন ব্যানেরে স্বৈরাচারদের কে সাথে নিয়ে প্রোগ্রাম করতেছে ? দুঃখজনক হলেও সত্য যে নেতা নিজের জীবনের মায়া ত্যাগ করে ,বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবীতে রাজপথ কাঁপিয়েছেন,যেনেতা অসুস্থ শরীর নিয়েও স্বৈরাচার /ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন সংগ্রাম করেছিলেন,বিএনপির দুঃসময়ে যেনেতা রাজপথে বজ্রকঠিন প্রতিবাদ করে জনগণকে রাজপথে নামানোর জন্যে আপ্রাণ চেষ্টা করে সফলও হয়েছিলেন,যে নেত্রী সব সময় স্বৈরাচার ও ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে পতন হওয়া পর্যন্ত জীবনবাজী রেখে রাজপথে সোচ্চার ছিলেন,জেএসডি’র সিনিয়র সহ-সভাপতি ও জননেতা জনাব আ স ম আবদুর রব ভাইয়ের সহধর্মিণীর বিরুদ্ধে নেমেছে।এটি বুর্জুয়া রাজনীর বহিঃপ্রকাশ। আজকে বিএনপি তাদের দলের কেন্দ্রীয় সিদ্ধান্ত কে তোয়াক্কা না করে রাজপথে আ স ম আবদুর রব ভাই ও বেগম তানিয়া রবকে প্রোগ্রাম করতে দিচ্ছেন না।এরা কেন ২৪ থেকে শিক্ষা নিচ্ছে না ? একটা কথা মনে রাখবেন বিশ্বাস ঘাতকতাকারীর কে অবশ্যই শাস্তি পেতে হয়। 

 

 

Explore More Districts