ইসলামী আন্দোলন বাংলাদেশের ইফতার মাহফিল – দৈনিক আজকের জামালপুর

ইসলামী আন্দোলন বাংলাদেশের ইফতার মাহফিল – দৈনিক আজকের জামালপুর




ইসলামী আন্দোলন বাংলাদেশের ইফতার মাহফিল – দৈনিক আজকের জামালপুর



নিজস্ব প্রতিনিধি : ওলামায়ে কেরাম ও সুধী ব্যক্তিবর্গের সম্মানার্থে পবিত্র মাহে রমজানের তাৎপর্য শীর্ষক এক আলোচনা সভা ও ইফতার মাহফিলের আয়োজন করে ইসলামী আন্দোলন বাংলাদেশ দেওয়ানগঞ্জ উপজেলা শাখা। গতকাল রোববার। অনুষ্ঠানটি দেওয়ানগঞ্জ কামিল মাদ্রাসা মিলনায়তন কক্ষে অনুষ্ঠানটি হয়েছে। আলোচনা সভায় বক্তারা বলেন শুধু নেতা নয়, নীতির পরিবর্তন চাই,পীর সাহেব চরমোনাই। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইসলামী আন্দোলন বাংলাদেশ দেওয়ানগঞ্জ উপজেলা শাখার সভাপতি আরিফ খাঁন রাসেল, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দলটির জামালপুর জেলা শাখার সভাপতি মুফতি মোস্তফা কামাল, প্রধান আলোচক সেক্রেটারী মাওলানা সুলতান মাহমুদ সিরাজী,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ বকশীগঞ্জ উপজেলা শাখার সভাপতি মাওলানা আব্দুল মজিদ, বাংলাদেশ মুজাহিদ কমিটি দেওয়ানগঞ্জ উপজেলা শাখার ছদর মাওলানা এনামুল হক এনাম ও সাধারণ সম্পাদক হাফেজ মাওলানা দেলোয়ার হোসাইন। অনুষ্ঠানটির সঞ্চালনায় ছিলেন দেওয়ানগঞ্জ উপজেলা শাখার সেক্রেটারি এইচ.এম ইলিয়াস উদ্দিন আজাদ।


Explore More Districts