চিরকুট দিয়ে শিক্ষক পরিবারকে ভিডিও ফাঁসের হুমকি, থানায় অভিযোগ

চিরকুট দিয়ে শিক্ষক পরিবারকে ভিডিও ফাঁসের হুমকি, থানায় অভিযোগ

চিরকুট দিয়ে শিক্ষক পরিবারকে ভিডিও ফাঁসের হুমকি, থানায় অভিযোগ


{“remix_data”:[],”remix_entry_point”:”challenges”,”source_tags”:[],”origin”:”unknown”,”total_draw_time”:0,”total_draw_actions”:0,”layers_used”:0,”brushes_used”:0,”photos_added”:0,”total_editor_actions”:{},”tools_used”:{“addons”:2},”is_sticker”:false,”edited_since_last_sticker_save”:true,”containsFTESticker”:false}

নিজস্ব প্রতিবেদক||লক্ষ্মীপুরটোয়েন্টিফোর:

তুমি জানো আমি তোমার সব খবর রাখি, আজকে তিন মাস কি কর আমি জানি। তোমার কিছু ভিডিও আছে আমার কাছে, তুমি যদি আমার নম্বর-এ কল না দেও তাহলে ভিডিওগুলো মিডিয়াতে ছেড়ে দেব এইটা আমার নম্বর কল দিবে।

স্থানীয় এক স্কুল শিক্ষকের বাসার বাথরুমের ভ্যান্টিলেটরের ফাঁকে মোবাইল ফোন নম্বর সম্বলিত একটি চিরকুট রেখে যান আরিয়ান নামের অজ্ঞাত এক ব্যক্তি। পরে রেখে যাওয়া চিরকুটটি নজরে আসলে পরিবারের সদস্যরা আতঙ্কিত হয়ে পড়ে।

রবিবার ৯ (মার্চ) রাতে উপজেলার চরমার্টিন ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড এলাকার মোসলেউদ্দিন মাষ্টার বাড়িতে এ ঘটনা ঘটে। তিনি পশ্চিম চর মার্টিন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একজন সহকারী শিক্ষক হিসেবে কর্মরত আছেন। এ বিষয়ে শিক্ষক মোসলেউদ্দিন বাদী হয়ে সোমবার (১০ মার্চ) রাতে কমলনগর থানায় একটি সাধারণ ডায়েরি করেন।

সাধারণ ডায়েরিতে উল্লেখ করেন, তিনি পেশায় একজন শিক্ষক। চলতি বছরের ফেব্রুয়ারি মাসের ৯ তারিখ রাতে তার বাড়িতে চুরির ঘটনা সংঘটিত হয়। এ ঘটনার পর গত ৭ মার্চ রাতে অজ্ঞাত ব্যক্তি তাদের ব্যবহৃত মাটির চুলোয় খোদাই করে একটি মোবাইল নম্বর লিখে এবং বিভিন্ন সাংকেতিক চিহ্ন লিখে যান। পরে লিখে যাওয়া নম্বরে ফোন করে পরিচয় জানতে চাওয়া হলে লক্ষ্মীপুর শহরের বাগবাড়িতে গিয়ে তার সঙ্গে দেখা করতে বলে সংযোগ বিচ্ছিন্ন করে দেন অজ্ঞাত ওই ব্যক্তি। এরপর থেকে ওই নম্বরটি আর সচল পাওয়া যায়নি।

একইভাবে রবিবার (৯ মার্চ) রাতের কোনো এক সময়ে পরিবারের সদস্যদের অগোচরে অজ্ঞাতনামা ব্যক্তি বসতঘর সংলগ্ন পাকা বাথরুমের ভ্যান্টিলেটর এর ফাঁকে মোবাইল নম্বর সম্বলিত একটি চিরকুট রেখে যায়। এতে বিচলিত হয়ে পড়েন পরিবারের সদস্যরা। পরে এ বিষয়ে প্রশাসনের সহযোগিতা কামনা করে থানায় সাধারণ ডায়েরি করেন ভুক্তভোগী স্কুল শিক্ষক।

কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ তৌহিদুল ইসলাম জানান,এই বিষয়ে ভুক্তভোগী স্কুল শিক্ষক লিখিত অভিযোগ করেছেন। দ্রুত সময়ে অপরাধীকে শনাক্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Explore More Districts