চট্টগ্রামের পটিয়ায় ছিনতাইয়ের শিকার হয়েছেন আকিজ ফুডস এন্ড বেভারেজের এসআর মোঃ গফফার হোসেন (৩০) নামের এক যুবক।
শুক্রবার (১৪ মার্চ) সন্ধ্যা সাড়ে সাতটায় পৌরসভা ৬ নং ওয়ার্ডের বৈলতলী রোডের দান বাক্সের সামনে ৫ থেকে ৭ জন ছিনতাইকারী গফফার হোসেন কে মারধর করে তার কাছ থেকে নগদ ১০ হাজার টাকা ছিনিয়ে নিয়ে যায়।
পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে পটিয়া হাসপাতালে নিয়ে যায়। অবস্থা গুরুতর বলে প্রাথমিকভাবে চিকিৎসা দিয়ে কর্তব্যরত চিকিৎসক তাকে চট্টগ্রাম মেডিকেল হাসপাতালে প্রেরণ করেন।
এ বিষয়ে পটিয়া থানার ওসি আতাউর রহমান জানিয়েছেন, “এই ঘটনার খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়েছি। বিষয়টি তদন্তাধীন রয়েছে, দোষীদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনা হবে।”
জেএনএন/সিটিজিনিউজ