তালতলীতে নিষিদ্ধ ছাত্রলীগ নেতাকে আটক করে পুলিশে দিল ছাত্রদল

তালতলীতে নিষিদ্ধ ছাত্রলীগ নেতাকে আটক করে পুলিশে দিল ছাত্রদল

১৫ March ২০২৫ Saturday ৫:৪৮:৫২ PM

Print this E-mail this


তালতলী ((বরগুনা) প্রতিনিধি:

তালতলীতে নিষিদ্ধ ছাত্রলীগ নেতাকে আটক করে পুলিশে দিল ছাত্রদল

বরগুনার তালতলীতে নিষিদ্ধ ঘোষিত সংগঠন উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মিনহাজুল আবেদিন মিঠুকে আটক করে মারধরের পর পুলিশে দিয়েছে ছাত্রদল নেতাকর্মীরা।

শনিবার (১৫ মার্চ) বেলা দেড়টার দিকে নয়াপাড়া এলাকা থেকে ছাত্রদল নেতাকর্মীরা আটক করে পুলিশে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে এসে আটক করে নিয়ে যায়।

আটক মিনহাজুল আবেদিন মিঠু উপজেলার কাজিরখাল এলাকার জয়নাল হাওলাদারের ছেলে। মিঠু প্রায় ৫ বছর পর্যন্ত ছাত্রলীগের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেন। গত বছরের দিকে উপজেলা ছাত্রলীগের কমিটি বিলুপ্ত করে দেওয়া হয়।

জানা যায়, নিষিদ্ধ ঘোষিত সংগঠন উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মিনহাজুল আবেদিন মিঠু ৫ আগষ্টের পর দীর্ঘদিন যাবৎ পালিয়ে ছিলো। শনিবার বেলা ১ টার দিকে উপজেলার নয়াপাড়া এলাকায় ভাড়া বাসায় মিঠু অবস্থান করে নাশকতার চেষ্টার খবর পেয়ে ঐ এলাকায় স্থানীয় ছাত্রদলের নেতাকর্মীরা গিয়ে সড়কে মিঠুকে দেখে মারধর করেন। পরে পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে গেলে মিঠুকে পুলিশের কাছে সোপর্দ করেন। পুলিশ তাকে আটক করে থানায় নিয়ে আসেন।

তালতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শাহজালাল বলেন, ছাত্রদলের কিছু লোকজন মিঠুকে আটক করে আমাদের হেফাজতে দিয়েছেন। তাকে একটি মামলায় আটক দেখানো হয়েছে। আগামীকাল আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক



শেয়ার করতে ক্লিক করুন:

Explore More Districts