যুবদল নেতার বিরুদ্ধে মিথ্যা সংবাদ প্রকাশের অভিযোগ

যুবদল নেতার বিরুদ্ধে মিথ্যা সংবাদ প্রকাশের অভিযোগ

যুবদল নেতার বিরুদ্ধে মিথ্যা সংবাদ প্রকাশের অভিযোগ

লক্ষ্মীপুরের রামগতিতে দুই বোনকে উত্যক্ত করার অভিযোগ নিয়ে গণমাধ্যমে প্রকাশিত সংবাদটি মিথ্যা ও ভিত্তিহীন বলে দাবি করেছেন ভুক্তভোগী পরিবার ও চরগাজী ইউনিয়ন যুবদলের সভাপতি নুরুল আমিন নোমান।

গণমাধ্যমে প্রকাশিত সংবাদটি অধিকতর তদন্তের স্বার্থে তিন সদস্য বিশিষ্ট কমিটি গঠন করে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল, লক্ষ্মীপুর জেলা শাখা। এতে রামগতি উপজেলা যুবদলের আহ্বায়ক মো. শিবলী নোমান, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ন-আহ্বায়ক মো. জমির আলী ও উপজেলা যুবদলের সদস্য সচিব শাহ মোঃ শিব্বির আহমেদকে ৪৮ ঘন্টার মধ্যে তদন্ত করে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ প্রদান করে লক্ষ্মীপুর জেলা যুবদল। 

এনিয়ে বৃহস্পতিবার (১৩ মার্চ) বিকেলে তদন্ত টিম চরগাজী ইউনিয়নে ভুক্তভোগী পরিবারের কাছে আসেন। এসময় ভুক্তভোগীর পরিবার প্রকাশিত সংবাদটি মিথ্যা ও ভিত্তিহীন বলে দাবি করেন।

সরেজমিনে ভুক্তভোগী ওই দুই বোনের সাথে আলাপকালে তারা জানান, নোমান ভাই আমাদের প্রতিবেশী, আমরা তাকে বড় ভাই বলে সম্মোধন করি। প্রায়ই আমরা দুই বোন ভাইয়ার সাথে দুষ্টমি করে কথাবার্তা বলি।  কিন্তু তিনি আমাদের উত্যক্ত করেছেন কিংবা হাত ধরতে চান এ ধরনের কথা কাউকে বলিনি। আমরা একজন অনার্স পড়ুয়া ও একজন ৭ম শ্রেণীর শিক্ষার্থী। আমাদের জড়িয়ে যে সংবাদ প্রকাশ করা হয়েছে তা সম্পূর্ণরূপে মিথ্যা ও কাল্পনিক।

ভুক্তভোগীদের মা বলেন, আমাদের প্রতিবেশী নোমানকে জড়িয়ে যে সংবাদটি প্রকাশ হয়েছে তা সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট। আমি কোন সাংবাদিককে অভিযোগ করিনি। একজন অসহায় মা হিসেবে মেয়েদের সম্মান রক্ষায় প্রশাসনের কাছে সহায়তাও চাইনি। কিন্তু সংবাদে কাল্পনিক সব তথ্য প্রকাশ করেছে বলে শুনেছি। 

উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ন-আহ্বায়ক মো. জমির আলী বলেন, নোমানের বিরুদ্ধে প্রকাশিত সংবাদটির সাথে বাস্তবতার সাথে কোন মিল খুঁজে পাওয়া যায়নি। বাড়ির লোকজন, ভুক্তভোগীদের মা ও ভুক্তভোগীদের সাথে আলাপ করেছি। বিভিন্নভাবে দুই মেয়েকে উত্যক্ত, কুপ্রস্তাবসহ শরীরিক হেনস্তার যে তথ্য প্রকাশ করা হয়েছে তার কোন সত্যতা পাওয়া যায়নি।

রামগতি উপজেলা যুবদলের আহ্বায়ক মো. শিবলী নোমান বলেন, তদন্তের স্বার্থে ভুক্তভোগীদের সাথে ভুক্তভোগীদের পরিবারের সাথে আলাপ করে বুঝলাম, ঘটনাটি সাজানো ও মিথ্যা। ভুক্তভোগীদের মা সাংবাদিকদের কাছে এধরনের কোন অভিযোগই করেননি। মেয়েদেরও উত্যক্ত করার কোন সত্যতা পাওয়া যায়নি।

অভিযুক্ত চরগাজী ইউনিয়ন যুবদলের সভাপতি নুরুল আমিন নোমান জানান, প্রকাশিত সংবাদটি সম্পূর্ণ মিথ্যা, সাজানো ও ষড়যন্ত্রমূলক। আমাকে ফাঁসাতে ও হেয় প্রতিপন্ন করতে রাজনৈতিক একটি চক্র পূর্ব পরিকল্পিতভাবে নাটক সাজিয়েছে। আমার বিরুদ্ধে “রামগতিতে দুবোনকে ইভটিজিংয়ের অভিযোগ যুবদল নেতার বিরুদ্ধে’’ শিরোনামে ভুয়া ও মিথ্যা খবর প্রকাশ করে। এই খবরে আমি ও আমার পরিবার এবং আমার সংগঠন উপজেলা বিএনপির সুনাম ক্ষুন্ন হয়েছে। আমি প্রকাশিত এ সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।

 

Explore More Districts