জকিগঞ্জে ফুলতলী ছাহেব বাড়ির পুকুর থেকে এক ছাত্রের লাশ উদ্ধার

জকিগঞ্জে ফুলতলী ছাহেব বাড়ির পুকুর থেকে এক ছাত্রের লাশ উদ্ধার

জকিগঞ্জে ফুলতলী ছাহেব বাড়ির পুকুর থেকে এক ছাত্রের লাশ উদ্ধারসিলেটের জকিগঞ্জ উপজেলার ফুলতলী ছাহেব বাড়িতে পুকুর থেকে এক ছাত্রের লাশ উদ্ধার করা হয়েছে। তিনি ছাহেব বাড়িতে দারুল কেরাতের ছাদিছ জামায়াতের শিক্ষার্থী ছিলেন।

বৃহস্পতিবার (১৩ মার্চ) রাত ১০টার দিকে সিলেটের সীমান্তবর্তী জকিগঞ্জ উপজেলার বাদেদেওরাইল ফুলতলী কামিল মাদরাসার ছাত্রাবাসের পুকুর থেকে তার লাশ উদ্ধার করা হয়। মৃত রিয়াজ উদ্দিন (১৮) মৌলভীবাজার জেলার রাজনগর উপজেলার টেংরাবাজার (ইলাশপুর) গ্রামের তাজ উদ্দিনের ছেলে। স্থানীয় একটি সূত্রমতে তিনি ইসলামী ছাত্র শিবিরের একজন কর্মী। পরিচয় গোপন রেখে সেখানে লেখাপড়া করছিলেন।

লাশ উদ্ধারের পর দারুল কেরাত মজিদিয়া ফুলতলী ট্রাস্টের প্রধান কেন্দ্রের সহকারী নাজিম মাওলানা মাহমুদ হাসান চৌধুরী রায়হান মৃত রিয়াজ মৃগী রোগী ছিলেন বলে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি পোস্ট করেন।

তবে মৃতের চাচা শফিকুর রহমান জানান, তার ভাতিজা রিয়াজ কোনোকালে মৃগী রোগী ছিল না। এটা মিথ্যা এবং অপপ্রচার।

এদিকে, মৃত রিয়াজ মৃগী রোগী নয় এ কথা জানাজানি হওয়ার পর মাওলানা মাহমুদ হাসান চৌধুরী রায়হান ঘণ্টাখানেক পর তার পোস্ট ডিলিট করে আরেকটি পোস্ট করেন।

সেখানে রিয়াজের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে মাওলানা মাহমুদ হাসান চৌধুরী রায়হান বলেন, “বৃহস্পতিবার দুপুর থেকে ওই ছাত্রকে খুঁজে পাওয়া যাচ্ছিলো না। পরে সিসি ক্যামেরার ফুটেজ তল্লাশি করে দেখা যায় সে গোসলে গিয়ে আর ফিরেনি। পুকুরঘাটে তার কাপড় ও সাবান পাওয়া যায়। পুকুরে অনেক খোঁজাখুজির পর রাতে পুকুর থেকে তার লাশ উদ্ধার করা হয়।”

রিয়াজের মৃত্যুর বিষয়ে জকিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহিরুল ইসলাম মুন্না জানান, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করেছি। পুলিশ লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করছে। মৃত ছাত্রের পরিবারের লোকজনের সাথে কথা বলে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

ডিএস/এমসি

Explore More Districts