নাসার প্রধান বিজ্ঞানীকে বরখাস্ত করল ট্রাম্প প্রশাসন – DesheBideshe

নাসার প্রধান বিজ্ঞানীকে বরখাস্ত করল ট্রাম্প প্রশাসন – DesheBideshe



নাসার প্রধান বিজ্ঞানীকে বরখাস্ত করল ট্রাম্প প্রশাসন – DesheBideshe

ওয়াশিংটন, ১৩ মার্চ – এবার মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসার প্রধান বিজ্ঞানী ক্যাথরিন ক্যালভিনকে বরখাস্ত করলেন দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।গত মঙ্গলবার নাসাকে তিনি এই নির্দেশ দেন বলে জানিয়েছে সংস্থাটি। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়।

প্রতিবেদনে বলা হয়, প্রথম দফায় নাসার প্রধান বিজ্ঞানীর অফিস বাতিল করা হয়েছে, যার নেতৃত্বে ছিলেন বিশিষ্ট জলবায়ুবিদ ক্যাথরিন ক্যালভিন। তিনি জাতিসংঘের গুরুত্বপূর্ণ জলবায়ু প্রতিবেদনে অবদান রেখেছেন এবং গত মাসে চীনে আয়োজিত একটি গুরুত্বপূর্ণ জলবায়ু বিজ্ঞান সম্মেলনে অংশ নিতে তাকে এবং অন্যান্য মার্কিন প্রতিনিধিদের নিষিদ্ধ করা হয়।

নাসার মুখপাত্র শেরিল ওয়ার্নার এক বিবৃতিতে বলেন, ‘‘আমাদের কর্মীবাহিনীকে যথাযথভাবে পরিচালনার জন্য এবং নির্বাহী আদেশের সাথে সামঞ্জস্য রাখতে নাসা ধাপে ধাপে কর্মী ছাঁটাই প্রক্রিয়া শুরু করেছে, যা ‘রিডাকশন ইন ফোর্স’ (আরইএফ) নামে পরিচিত।’’ তিনি বলেন, ‘কয়েকজন ব্যক্তি ১০ মার্চ বিজ্ঞপ্তি পেয়েছেন। এতে বলা হয়েছে, তারা নাসার আরআইএফ- এর অংশ।’এ ছাড়াও অফিস অফ টেকনোলজি, পলিসি অ্যান্ড স্ট্র্যাটেজি এবং অফিস অফ ডাইভারসিটি, ইক্যুইটি, ইনক্লুশনের ডাইভারসিটি, ইক্যুইটি, ইনক্লুশন এবং অ্যাক্সেসিবিলিটি শাখা বাদ দেওয়া হয়েছে।

নতুন এই নির্দেশনায় ২৩ জনের চাকরি চলে গেছে। সামনে এমন সিদ্ধান্ত আবারও আসতে পারে বলে ধারণা করা হচ্ছে।

সূত্র: আমাদের সময়
আইএ/ ১৩ মার্চ ২০২৫



Explore More Districts