কালবেলার সাংবাদিকের ছেলেসহ অপহরণ ২,৪০ হাজার টাকায় মুক্তি
১৩ March ২০২৫ Thursday ১০:০১:০৩ PM
পিরোজপুরের নাজিরপুরে দৈনিক কালবেলার সাংবাদিক উথান মন্ডলের ছেলেসহ দুজনকে অপহরণ করে মুক্তিপণ আদায় করা হয়েছে। বুধবার (১২ মার্চ) রাতে উপজেলার শ্রীরামকাঠি ইউনিয়নের দক্ষিণ জয়পুর গ্রামে ঘটনাটি ঘটে।অপহরণের শিকার দুজন হলেন- সাংবাদিকপুত্র উৎসব মন্ডল (১৫) উপজেলার সিরাজুল হক সরকারি বালক বিদ্যালয়ের ১০ম শ্রেণির ছাত্র ও বাবুল শেখের ছেলে সাজ্জাদ শেখ নাজিরপুর শহীদ জিয়া মহাবিদ্যালয় থেকে ২০২৫ ব্যাচের এইচএসসি পরীক্ষার্থী।ভুক্তভোগী সাংবাদিকের উথান মন্ডল জানান, তার ছেলে উৎসব মন্ডল বুধবার রাত ৮টার দিকে বন্ধু সাজ্জাদ হোসেনের সঙ্গে মোটরসাইকেল করে পিরোজপুর যাচ্ছিল। এ সময় নাজিরপুর-পিরোজপুর সড়কের চৌঠাইমহল স্টিল ব্রিজের কাছ থেকে অপহরণকারীরা তাদের অজ্ঞান করে নিয়ে যায়। পরে দক্ষিণ জয়পুরের শ্যামল মাতার ঘেরে নিয়ে তাদের আটকে রেখে অভিভাবকদের কাছে মোবাইলে মুক্তিপণ দাবি করে। পরে ৪০ হাজার টাকা মুক্তিপণের মাধ্যমে ছাড়া পায়।তিনি আরও জানান, মুক্তিপণ দিয়ে ছাড়া পেলেও তাদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। তবে তারা ছাড়া পাওয়ার সময়ে অপহরণকারী কয়েকজন নিজেদের মধ্যে একে অপরকে নাম ধরে ডাকতে শুনতে পান। সেই অনুযায়ী ধারণা করে ভুক্তভোগীরা কয়েকজনের নাম বলেন।ভুক্তভোগীদের বক্তব্য অনুযায়ী, মধ্য জয়পুর গ্রামের আনিস শেখের ছেলে রাসেল শেখ (৩৫), একই গ্রামের মারুফ মল্লিকের ছেলে ফয়সাল মল্লিক (২৮), দেলোয়ার শেখের ছেলে নাঈম শেখ (৩০) এই অপহরণের সাথে জড়িত। এদের নেতৃত্বে ঐ এলাকায় এর পূর্বেও অপহরণসহ দীর্ঘদিন ধরে চাঁদাবাজি মাদক, চুরি ডাকাতির সাথে জড়িত বলে অভিযোগ রয়েছে।নাজিরপুর থানার ওসি মো. মাহমুদ আল ফরিদ ভুইয়া বলেন, খবর পেয়ে তিনিসহ জেলা ডিবি পুলিশ ও থানা পুলিশের একটি দল রাতভর অভিযান চালিয়ে বৃহস্পতিবার ভোর রাতে অপহৃতদের উদ্ধার সম্ভব হয়। তবে অপহরণের সাথে জড়িতদের কাউকে আটক করা সম্ভব হয়নি।তিনি আরও বলেন, অপহরণের সাথে জড়িতদের গ্রেপ্তারের স্বার্থে এখনই তথ্য প্রদান করা যাচ্ছে না।
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
বরিশাল বিএনপিতে বিভক্ত,পাল্টা পাল্টি ইফতার আয়োজন
সশস্ত্র বাহিনীর ম্যাজিস্ট্রেসি ক্ষমতা বাড়ল আরও ২ মাস
পটুয়াখালীতে তিন হাজার কোটি টাকার তরমুজ বিক্রির সম্ভাবনা
৩ দিন ধরে নিখোঁজ বরিশালের এডিসি
বরিশাল শেবাচিমে বর্হিবিভাগে রোগী দেখা বন্ধ রেখেছেন চিকিৎসকরা, রোগীদের দুর্ভোগ