হাটহাজারী পৌরসভায় দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে অভিযান, ৪ ব্যবসায়ীকে অর্থদন্ড – দৈনিক আজাদী

হাটহাজারী পৌরসভায় দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে অভিযান, ৪ ব্যবসায়ীকে অর্থদন্ড – দৈনিক আজাদী

পবিত্র রমজান উপলক্ষে নিত্য প্রয়োজনীয় সামগ্রীর দাম নিয়ন্ত্রণে রাখতে হাটহাজারী পৌরসদর বাজারে বিভিন্ন দোকানে ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়েছে। এসময় চার মামলায় চারজন দোকানীকে মোট সাড়ে ১১ হাজার টাকা অর্থদন্ড প্রদান করা হয়।

বুধবার (১২ মার্চ) বিকালের দিকে নির্বাহী ম্যাজিস্ট্রেট উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক লুৎফর নাহার শারমিনের নেতৃত্বে এ অভিযান চালানো হয়।

ভ্রাম্যমান আদালত সূত্রে জানা যায়, অভিযান পরিচালনার সময় বিভিন্ন দোকানে অতিরিক্ত মূল্যে পণ্য বিক্রির অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর সংশ্লিষ্ট ধারায় পৌরসদর বাজারের মো.ইসমাঈল কে ৩০০০/- (তিন হাজার), এনাম ৫০০/- (পাঁচশত), ফোরকান ৪০০০/- (চার হাজার), মো.মনির (সও) ৪,০০০/- (চার হাজার) টাকা সহ মোট সাড়ে এগার হাজার টাকা জরিমানা প্রদান করে তা ডিজিটাল ক্যাশ রেজিস্ট্রারের (ডিসিআর) মাধ্যমে তা আদায় করা হয় এবং ভবিষ্যতের জন্য সতর্ক করা হয়। অভিযান পরিচালনার সময় পৌরসভা ও ভুমি অফিসের কর্মকর্তা-কর্মচারীসহ হাটহাজারী মডেল থানা পুলিশের একটি টিম সাথে থেকে সহযোগীতা করেন।

ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক লুৎফর নাহার শারমিন অভিযানের সত্যতা নিশ্চিত করে জনস্বার্থে এধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন।

Explore More Districts