কালিহাতীতে ৪০ প্রহরব্যাপী মহানামযজ্ঞ অনুষ্ঠিত – News Tangail

কালিহাতীতে ৪০ প্রহরব্যাপী মহানামযজ্ঞ অনুষ্ঠিত – News Tangail

কালিহাতীতে ৪০ প্রহরব্যাপী মহানামযজ্ঞ অনুষ্ঠিত – News Tangail

শুভ্র মজুমদার, কালিহাতী: বিশ্ব শান্তিকল্পে ও দেশ মাতৃকার শুভ কামনায় টাঙ্গাইলের কালিহাতী উপজেলার পিচুটিয়া গ্রামে অবস্থিত শ্রী শ্রী পাগল রামগোপাল ব্রহ্মচারী মন্দিরে আগামী ৮ মার্চ (শনিবার) অরুণোদয় থেকে ১২ মার্চ পর্যন্ত ৫ দিনব্যাপী ৪০ প্রহরব্যাপী মহানামযজ্ঞ অনুষ্ঠিত হচ্ছে।

এই মহতী অনুষ্ঠানটি নিতাই চন্দ্র জোয়ারদারের সভাপতিত্বে এবং পরেশ চন্দ্র ধরের পরিচালনায় অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সিনিয়র সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন, নারায়ণ পোদ্দার এবং সাধারণ সম্পাদক হিসেবে ছিলেন, নীহার রঞ্জন দাস। এছাড়া সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন, শ্রী মনতোষ চন্দ্র পাল এবং কোষাধ্যক্ষ গোপাল চন্দ্র সেন।

অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে থাকবেন শ্রী কৃষ্ণপদ ঘোষ, শ্রী রতন চন্দ্র দেবসাথ ও শ্রী চন্দন সাহা। এছাড়া সার্বিক ব্যবস্থাপনায় পিচুটিয়া সার্বজনীন স্বর্গীয় মনমোহন ধর সেবাশ্রম।

এ মহাযজ্ঞে দেশের বিভিন্ন স্থান থেকে ভক্তবৃন্দের সমাগম হবে বলে আশা করা হচ্ছে। ভক্তদের জন্য দিনরাত প্রসাদ বিতরণের বিশেষ ব্যবস্থা রাখা হয়েছে। নামযজ্ঞ চলাকালে বিভিন্ন ধর্মীয় গান, সংকীর্তন ও উপাসনার আয়োজন করা হয়েছে, যা ভক্তদের মাঝে এক আধ্যাত্মিক পরিবেশ সৃষ্টি করবে।

অনুষ্ঠানটি যাতে শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়, সে লক্ষ্যে স্থানীয় প্রশাসন ও আয়োজক কমিটি নিরাপত্তার বিশেষ ব্যবস্থা গ্রহণ করেছে। ভক্তবৃন্দ ও ধর্মপ্রাণ মানুষের অংশগ্রহণে এই আয়োজনে এক অনন্য ধর্মীয় পরিবেশ সৃষ্টি হবে বলে আয়োজক কমিটি আশাবাদী।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন

“নিউজ টাঙ্গাইল”র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

Explore More Districts