মাদারগঞ্জে ড্রেজার বন্ধের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ – দৈনিক আজকের জামালপুর

মাদারগঞ্জে ড্রেজার বন্ধের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ – দৈনিক আজকের জামালপুর




মাদারগঞ্জে ড্রেজার বন্ধের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ – দৈনিক আজকের জামালপুর


oplus_0

স্টাফ রিপোর্টার : জামালপুরের মাদারগঞ্জে ড্রেজার মেশিন দিয়ে ফসলী জমি নষ্ট করে অবৈধভাবে বালু উত্তোলন করে তা বিক্রি করছে ইউনিয়ন বিএনপির সভাপতি মজিবুর রহমান ও তাঁর দলের লোকজন। বালু উত্তোলন বন্ধের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে এলাকাবাসী। গতকাল রোববার ৯ মার্চ দুপুরে এলাকাবাসী ব্যানারে উক্ত ফসলী জমির পাশে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। সম্প্রতি সরেজমিন গিয়ে দেখা যায়, উল্লেখিত সীমানায় ড্রেজার মেশিনের মাধ্যমে বালু উত্তোলনের করনে আশ পাশের জমিগুলো ডেবে যাচ্ছে। উচ্চ ক্ষমতা সম্পন্ন ৪টি ড্রেজার মেশিন বসিয়ে বালু উত্তোলনের কাজ করে যাচ্ছে বালু খেকোরা। এতে একদিকে যেমন সরকার হারাচ্ছে রাজস্ব, তেমনি ঝুঁকির মধ্যে পড়েছে এলাকার রাস্তা-ঘাট, জমি, গাছপালা ও বিভিন্ন স্থাপনা। যার কারণে এলাকাবাসী মজিবুর রহমান সহ ৬ জনের নাম উল্লেখ করে মাদারগঞ্জ অস্থায়ী সেনা ক্যাম্পে লিখিত অভিযোগ দায়ের করেন। আতামারী গ্রামের লোকজন ক্ষোভের সঙ্গে সাংবাদিকদের জানান, লিখে কি করবেন? কিছু করতে পারবেন? এদের হাত অনেক লম্বা। অবৈধ বালু উত্তোলন বন্ধ করার জন্য আমরা বহুত দৌড়াদৌড়ি করেছি। অনেক দরখাস্ত দিয়েছি। কিন্তু কোনো কিছুই হয়নি। উল্টো সে এলাকার মানুষের বিরুদ্ধে মামলা দায়ের করার চেষ্ঠা করেছে। তবে এই বিষয়ে ইউনিয়ন বিএনপির সভাপতি মুজিবুর রহমান সাংবাদিকদের বলেন আমি এই এলাকার যারা জমির মালিক রয়েছেন তাদের কাছ থেকে আমি ১৫ বিঘা সম্পত্তির মাটি কিনে নেই এবং সেই মাটি কেটে দেশর উন্নয়নের জন্য মাদারগঞ্জে যে মাদারগঞ্জ সোলার প্ল্যান বিদ্যুৎ কেন্দ্র নির্মিত হচ্ছে সেই সোলার প্ল্যান বিদ্যুৎ কেন্দ্রে দিচ্ছি। এখানে আমার কোন অসৎ উদ্দেশ্য নেই আমি টাকার বিনিময়ে এসব মাটি কিনে নিয়েছি। জমির মালিক আমার সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা নাদির শাহ্ মুঠোফোনে জানান, বিদ্যুৎ কেন্দ্র মাটির জন্য এই ড্রেজার গুলো বসানো হয়েছে আমরা বিদ্যুৎ কেন্দ্রের লোকজনের সঙ্গে কথা বলে তারপর প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব।


Explore More Districts