বনশ্রীতে ডাকাতির মামলায় গ্রেপ্তার শ্রমিকদল নেতা সুমন বহিষ্কার

বনশ্রীতে ডাকাতির মামলায় গ্রেপ্তার শ্রমিকদল নেতা সুমন বহিষ্কার

৯ March ২০২৫ Sunday ৬:৫৭:৩৯ PM

Print this E-mail this


অনলাইন নিউজ ডেস্ক:

বনশ্রীতে ডাকাতির মামলায় গ্রেপ্তার শ্রমিকদল নেতা সুমন বহিষ্কার

রাজধানীর বনশ্রীতে স্বর্ণ ব্যবসায়ীকে গুলি করে স্বর্ণ ডাকাতির ঘটনায় গ্রেপ্তার শ্রমিকদল নেতা সুমন মোল্লাকে (৩০) দল থেকে বহিষ্কার করা হয়েছে। তিনি বাউফল উপজেলার ১০ নম্বর কালাইয়া ইউনিয়ন শ্রমিকদলের সহদপ্তর সম্পাদক ছিলেন। 

এ ঘটনায় গ্রেপ্তার হওয়া ছয়জনের মধ্যে সুমনসহ দুজনের পরিচয় জানা গেছে। অপরজন হলেন পটুয়াখালীর বাউফল উপজেলার নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের প্রভাবশালী নেতা আমিনুল ইসলাম (৩৫)। 

রোববার (৯ মার্চ) দুপুরে উপজেলার কালাইয়া ইউনিয়ন শ্রমিকদলের সভাপতি আবুল বাশার শিকদার সংগঠনের প্যাডে এক চিঠির মাধ্যমে এ বহিষ্কারাদেশ দেন।  

দলীয় শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগেই তাকে বহিষ্কার করা হয়েছে বলে জানানো হয়। 

এদিকে বাউফল উপজেলা ছাত্রলীগের সদস্য আমিনুল ইসলাম এর আগেও ডাকাতির ঘটনায় গ্রেপ্তার হয়ে কারাভোগ করেছেন।  

বাউফল উপজেলা শ্রমিকদলের আহ্বায়ক হাসান মাহমুদ মঞ্জু বলেন, সুমন মোল্লার বিরুদ্ধে অভিযোগ ওঠার পরই তাকে বহিষ্কার করা হয়েছে। দলীয় শৃঙ্খলা ভঙ্গের বিষয়ে কোনো ছাড় নেই।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক



শেয়ার করতে ক্লিক করুন:

Explore More Districts