রাজনগরে ভিক্ষাবৃত্তির বিকল্প কর্মসংস্থানের লক্ষ্যে ব্যাটারি চালিত রিকসা বিতরণ

রাজনগরে ভিক্ষাবৃত্তির বিকল্প কর্মসংস্থানের লক্ষ্যে ব্যাটারি চালিত রিকসা বিতরণ

রাজনগরে ভিক্ষাবৃত্তির বিকল্প কর্মসংস্থানের লক্ষ্যে ব্যাটারি চালিত রিকসা বিতরণ

মৌলভীবাজারের রাজনগরে ভিক্ষাবৃত্তিতে নিয়োজিত জনগোষ্ঠীর বিকল্প কর্মসংস্থানের লক্ষ্যে উপকার ভোগীদের মাঝে ব্যাটারি চালিত রিকশা বিতরণ করা হয়েছে।

সোমবার (৩ মার্চ) উপজেলা পরিষদ প্রাঙ্গণে উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয় এ অনুষ্ঠানের আয়োজন করে।

এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা আফরোজা হাবিব শাপলা উপকার ভোগীদের হাতে রিকসার চাবি তুলে দিয়ে বলেন, “ভিক্ষুক পুনর্বাসন কর্মসূচির মাধ্যমে তাদের স্বনির্ভর করে গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে। সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সহযোগিতায় এই উদ্যোগ সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে ভূমিকা রাখবে। উপকারভোগীদের উদ্দেশ্য তিনি সতর্ক করে বলেন ভিক্ষাবৃত্তি বন্ধ করার জন্য সরকার ভিক্ষুদেরকে এই রিকসা দিয়েছে। এ উপকার ভোগ করে ফের যদি কেউ ভিক্ষাবৃত্তি করেন তাদের বিরুদ্ধে শাস্তিমুলক ব্যবস্থা নেয়া হবে।

এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা আজাদুর রহমান, রাজনগর সদর ইউনিয়নের চেয়ারম্যান জুবায়ের আহমেদ চৌধুরী, প্রেসক্লাব সভাপতি আউয়াল কালাম বেগ, মনসুরনগর ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জাহাঙ্গীর আলম।

ডিএস/আরএ

Explore More Districts