বোয়ালখালীতে খালে বাঁধ দিয়ে অবৈধ স্থাপনা নির্মাণকারীকে অর্থদণ্ড – Chittagong News

বোয়ালখালীতে খালে বাঁধ দিয়ে অবৈধ স্থাপনা নির্মাণকারীকে অর্থদণ্ড – Chittagong News

বোয়ালখালীতে খালের মাঝে বাঁধ দিয়ে পানি প্রবাহে বাধা সৃষ্টি করে অবৈধভাবে স্থাপনা নির্মাণ মোহাম্মদ ইউনুচ(৭৮) নামের এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার (৬ মার্চ) উপজেলার কধুরখীলে এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ রহমত উল্লাহ।

তিনি বলেন, কধুরখীল শরীফ পাড়া চৌধুরী হাট এলাকায় একটি খালের মাঝে কৃত্রিম বাঁধ দিয়ে পানি প্রবাহ বন্ধ করে অবৈধভাবে স্থাপনা নির্মাণ করা হচ্ছিল। এতে বোরো মৌসুমে চাষাবাদের সেচ কার্যক্রমে মারাত্মক প্রভাব পড়ে। অভিযান চালিয়ে কৃত্রিম বাঁধটি অপসারণ করা হয় এবং অবৈধ স্থাপনা নির্মাণের কাজ বন্ধ করে দেওয়া হয়েছে।

নির্মাণকারী মোহাম্মদ ইউনুচকে পরিবেশ সংরক্ষণ আইন ১৯৯৫ অনুযায়ী ৫০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে। এ অভিযান পরিচালনায় সহযোগিতা করেন সহকারী কমিশনার (ভূমি) কানিজ ফাতেমা ও বোয়ালখালী থানা পুলিশ।

এমভি/সিটিজিনিউজ

Explore More Districts