ঝাউডাংগা ইয়াং মুসলিম জেনারেশানের মাদক বিরোধী অভিযান শুরু, চলবে নির্মূল না হওয়া পর্যন্ত

ঝাউডাংগা ইয়াং মুসলিম জেনারেশানের মাদক বিরোধী অভিযান শুরু, চলবে নির্মূল না হওয়া পর্যন্ত

ঝাউডাংগা প্রতিনিধি:: সাতক্ষীরা   সদরের ঝাউডাঙ্গায় গাঁজা আস্তানায় হানা দিয়েছে ইয়াং মুসলিম জেনারেশনের বিশেষ টীম। কথার সাথে কাজের মিল রেখে মাদক বিরোধী অভিযানের আওতায় আজ ৫ মার্চ রাত ৮:৩০ মিনিটে ঝাউডাঙ্গা বাজার সংলগ্ন নদীর ধারে গাঁজাখোরদের আস্তানায় হানা দিয়েছে ঝাউডাঙ্গা ইয়াং  মুসলিম জেনারেশনের এ টিম।

গাজা খাওয়া আস্তানা থেকে গাঁজা ও খাওয়ার সরঞ্জাম সহ তিনজনকে হাতেনাতে ধরে ফেলে । তবে তারা আর কখনো গাঁজা খাবেনা এ প্রতিশ্রুতি দিলে ছেড়ে দেওয়া হয় এবং গাঁজা সহ সরঞ্জামগুলো ঝাউডাঙ্গা ইয়াং মুসলিম জেনারেশনের টিম নষ্ট করে দেয়। এরপর বাজারের অন্যান্য সম্ভাব্য আস্তানায়ও অভিযান পরিচালনা করে। যুব সমাজকে মাদকের সর্বগ্রাসী ছোবল থেকে রক্ষা এবং সুস্থ সমাজ গঠনের প্রত্যয়ে নিজেদের দায়বদ্ধতা থেকে এ অভিযান পরিচালিত হয়। আগামীতেও চলবে মাদক নির্মূলের এ অভিযান।

Explore More Districts