বাবুগঞ্জে অবৈধ  ইটভাটা গুঁড়িয়ে দিল প্রশাসন, জরিমানা আদায়

বাবুগঞ্জে অবৈধ  ইটভাটা গুঁড়িয়ে দিল প্রশাসন, জরিমানা আদায়

৫ March ২০২৫ Wednesday ৬:০১:০৮ PM

Print this E-mail this


বাবুগঞ্জে অবৈধ  ইটভাটা গুঁড়িয়ে দিল প্রশাসন, জরিমানা আদায়

বাবুগঞ্জ(বরিশাল)প্রতিনিধি॥ বরিশালের বাবুগঞ্জ উপজেলায় অভিযান চালিয়ে অনুমোদনবিহীন রাজ ব্রিকস নামের একটি ইটভাটা গুঁড়িয়ে দেয়া হয়েছে। এ সময় ইটভাটাকে ৮০ হাজার টাকা জরিমানা করা হয়। বুধবার দুপুরে উপজেলার রহমতপুর ইউনিয়নের দোয়ারিকা এলাকার রাজ ব্রিকসে এই অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট কামরুন্নাহার তামান্না।

অভিযানে বাবুগঞ্জ ফায়ার সার্ভিস ও এয়ারপোর্ট থানা পুলিশ অংশ নেয়। বাবুগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারুক আহমেদ জানান, নিয়মিত অভিযানের অংশ হিসেবে বাবুগঞ্জে অবৈধ ইটভাটাগুলোতে ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হচ্ছে। এরই অংশ হিসেবে বুধবার দুপুরে দোয়ারিকা এলাকায় রাজ ব্রিকসে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে অভিযান চালানো হয়। এ সময় ইটভাটাটি লাইসেন্স ছাড়া ইট পোড়ানো, জ্বালানি কাঠ পোড়ানো ও ড্রাম চিমনি ব্যাবহারসহ বিভিন্ন অপরাধে ইট প্রস্তত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন ২০১৩ আনুযায়ী একটি মামলায় ৮০ হাজার টাকা অর্থদন্ড প্রদান করা হয়। এছাড়াও ইট ভাটা চুল্লি ভেঙ্গে গুড়িয়ে এবং ফায়ার সার্ভিসের সহায়তায় পানি দিয়ে চুল্লির আগুন নিভিয়ে দেয়া হয়। সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট কামরুন্নাহার তামান্না বলেন দীর্ঘদিন ধরে বৈধ কাগজপত্র ছাড়া এবং নিয়ম অমান্য করে ইটভাটাটি কার্যক্রম চালিয়ে আসছে। উপজেলা প্রশাসন নিয়মিত অভিযানের অংশ হিসেবে ভাটাটিতে অভিযান পরিচালনা করা হয়েছে। অবৈধ ইটভাটার বিরুদ্ধে উপজেলা প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক



শেয়ার করতে ক্লিক করুন:
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)





আবারও আকার বাড়ছে উপদেষ্টা পরিষদের

বরিশালে যুবদল নেতাকে কুপিয়ে হত্যা, অভিযুক্তের বাড়িতে ফের আগুন

বরিশালে যুবদল নেতাকে কুপিয়ে হত্যা

স্কুল ভর্তিতে কোটা পাবেন জুলাই অভ্যুত্থানে আহত-নিহতদের সন্তানরা

ডিজিএফআইয়ের সাবেক প্রধান সাইফুলের বাসা থেকে আড়াই কোটি টাকা জব্দ

Explore More Districts