কালিহাতীতে সালিশি বৈঠকে দুই গ্রামের সংঘর্ষে ৭০ দোকান ভাঙচু্র, বিএনপি নেতাসহ আহত ১০ – News Tangail

কালিহাতীতে সালিশি বৈঠকে দুই গ্রামের সংঘর্ষে ৭০ দোকান ভাঙচু্র, বিএনপি নেতাসহ আহত ১০ – News Tangail

নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইলের কালিহাতীতে সালিশি বৈঠককে দুই গ্রামের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় উপজেলা বিএনপির এক নেতাসহ উভয়পক্ষের ১০ জন আহত হয়েছেন।

সোমবার (০৩ মার্চ) দুপুরে উপজেলার সাকরাইল ও সুলিয়া গ্রামের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষের শোলাকুড়া বাজারের প্রায় ৭০টি দোকান ভাঙচুর হয়েছে।

আহতরা হলেন- উপজেলা বিএনপি নেতা শুকুর মাহমুদ, শফিকুল ইসলাম, মোবারক হোসেন, তানভীর, বিপ্লব, জয়, জাহান, শাহিনুর ইসলাম ও শফিকুর রহমান।

পুলিশ এবং স্থানীয়রা বলেন, একটি ওরশের মারামারির সমাধানের জন্য সোমবার দুপুরে সালিশি বৈঠকের আয়োজন করা হয়। পরে ওই বৈঠকে চলাকালে উপজেলা বিএনপি’র সাবেক আহবায়ক ও সাবেক চেয়ারম্যান শুকুর মাহমুদের মাথায় হঠাৎ একটি ইটের ডিল দেয়া হয়। এতে করে মুলিয়া ও সহদেবপুর গ্রামের মানুষজন সাকরাইল গ্রামের মানুষের সাথে সংঘর্ষে জড়িয়ে পরে।

একপর্যায়ে টাঙ্গাইল ময়মনসিংহ সড়ক অবরোধ করে দফায় দফায় সংষর্ষ চলে। পরে খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। এতে প্রায় ৭০ টি দোকানপাট ভাঙচুর করা হয়। এ ঘটনার ফলে এলাকাজুড়ে আতঙ্ক ও থমথমে পরিবেশ সৃষ্টি হয়।

আহত হওয়া উপজেলা বিএনপির নেতা শুকুর মাহমুদ বলেন, আমি উপজেলার প্রায় গ্রামেই সালিশ করে থাকি। সালিশ বৈঠকে বসার পরে স্থানীয় কিছু পোলাপান হঠাৎ করে আমার মাথায় একটি ইটের ঢিল দেয়। পরে মাথায় রক্ত বের হওয়া দেখতে পেয়ে উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে চিকিৎসা নেওয়ার জন্য চলে আসি। আমার সমর্থকদের মধ্যে ১০ জন আহত হয়েছে।

এ ব্যাপারে কালিহাতী থানার অফিসার ইনচার্জ ওসি (ওসি) আবুল কালাম ভূঁইয়া বলেন, ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। বর্তমানে পরিবেশ স্বাভাবিক।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন

“নিউজ টাঙ্গাইল”র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

Explore More Districts