গাজীপুরে যুবদলনেতা নির্যাতন থেকে বাঁচতে সংবাদ সম্মেলন – Daily Gazipur Online

গাজীপুরে যুবদলনেতা নির্যাতন থেকে বাঁচতে সংবাদ সম্মেলন – Daily Gazipur Online

গাজীপুর প্রতিনিধিঃ গাজীপুর সদরের শিরিরচালা গ্রামের বাসিন্দা শাহিনা চৌধুরী
জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক কাউসার মোল্লার নির্যাতনে অতিষ্ঠ হয়ে শনিবার দুপুরে সংবাদ সম্মেলন করেছেন। গাজীপুর প্রেসক্লাবে আয়োজিত ওই সংবাদ সম্মেলনে স্বামী হারা শাহিনা চৌধুরী বলেন, গাজীপুর জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক কাউসার মোল্লা দীর্ঘদিন ধরে তাকে আর্থিক, মানসিক ও শারীরিকভাবে হয়রানি করে আসছেন।
তার স্বামী বাবুল হোসেন মারা যাওয়ার পর থেকে কাউসার মোল্লা তাকে নানাভাবে হয়রানি করে আসছে। তার স্বামীর সম্পত্তি জোরপূর্বক লিখে নিয়েছে। ক্ষমতার জোরে তার অনুসারীদের নিয়ে তার বাড়ির ভাড়াটেদের হুমকি দিয়ে ভাড়া উঠিয়ে নিয়েছে। বাধা দিতে গেলে তাকে শারীরিকভাবে লাঞ্ছিত ও শ্লীলতাহানি করে। তিনি আরও জানান, নির্যাতনের মাত্রায় পৌঁছালে তিনি আদালতে কাউছারের বিরুদ্ধে শ্লীলতাহানি, টাকা আত্মসাৎ ও জোরপূর্বক সম্পত্তি দখলের অভিযোগে একাধিক মামলা দায়ের করেন। গাজীপুর আদালতে দায়ের করা সিআর মামলা (নং ৪৯৩/২০২৩) এবং (নং ১৭/২০২২) শাহিনা চৌধুরী আরও অভিযোগ করেন, “আমার ও আমার সন্তানের জমি-জমা বুঝিয়ে না দিয়ে বরং আমাদের নামে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করা হচ্ছে।
অভিযোগের বিষয়ে কাউসার মোল্লা বলেন, শাহিনা চৌধুরী সুমা (আমার স্ত্রীর বড় ভাইয়ের বউ) ভাবি হয়। এখানে দলীয় প্রভাব বিস্তারের কোন বিষয় নাই। ভাবির সাথে জমি জমা সংক্রান্ত বিষয়ে পূর্ব থেকে বিরোধ রয়েছে।

Print Friendly, PDF & Email

Explore More Districts