সাতক্ষীরায় সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটে ইনস্টিটিউট লেভেল স্কিলস কম্পিটিশন

সাতক্ষীরায় সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটে ইনস্টিটিউট লেভেল স্কিলস কম্পিটিশন

নিজস্ব প্রতিনিধি : “একটাই লক্ষ্য হতে হবে দক্ষ” এই প্রতিপাদকে সামনে রেখে সাতক্ষীরা সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটে ইনস্টিটিউট লেভেল স্কিলস কম্পিটিশন-২০২৫ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের আয়োজনে ক্যাম্পাস চত্বরে সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটে অধ্যক্ষ প্রকৌশলী জিএম আজিজুর রহমান’র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ টেকনিক্যাল এডুকেশন ডাইরেক্টর (এডমিন) প্রকৌশলী মো. জয়নাল আবেদীন।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বিষ্ণুপদ পাল, শিক্ষা প্রকৌশল অধিদপ্তর’র নির্বাহী প্রকৌশলী রিংকন বিশ্বাস ও টেকনিক্যাল এডুকেশন অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর রেজওয়ানুল হক প্রমুখ। ইনস্টিটিউট লেভেল স্কিলস কম্পিটিশনে চারটি বিভাগের চারটি স্টল স্থান পেয়েছে। আলোচনা সভা শেষে অতিথিবৃন্দ স্টল পরিদর্শন করেন।

এসময় উপস্থিত ছিলেন সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের উপাধ্যক্ষ মহানন্দ মজুমদার, মাহবুবুল ইসলাম,  চীপ ইন্সট্রাক্টর প্রকৌশলী কল্লোল রায়, চীপ ইন্সট্রাক্টর মাসুম বিল্লাহ, চীপ ইন্সট্রাক্টর (নক টেক) সিদ্দিক আলী,  চীপ ইন্সট্রাক্টর গৌতম বিশ্বাস, মো. হাবিবুল্লাহ গাজী, সাতক্ষীরা জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের ট্রেজারার শেখ মাসুদ আলীসহ পলিটেকনিক ইনস্টিটিউটের বিভিন্ন ডিপার্টমেন্টের বিভাগীয় প্রধান, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ। লেভেল স্কিল কম্পিটিশনে পাইথন প্রোগ্রামে রাসেল মৃধা, কনস্ট্রাকশন ট্রেডে সাদেকুজ্জামান, ডিজাইন মেকিং এ মোস্তাক শাহারিয়ার,  আরএসিতে এহতেসাম মাহী আকন্দ প্রথম স্থান লাভ করে। আলোচনা সভা শেষে বিজয়ীদের মাঝে অতিথিবৃন্দ পুরস্কার বিতরণ করেন।

ক্যাপশন : সাতক্ষীরা সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটে ইনস্টিটিউট লেভেল স্কিলস কম্পিটিশন-২০২৫ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখছেন বাংলাদেশ টেকনিক্যাল এডুকেশন ডাইরেক্টর (এডমিন) প্রকৌশলী মো. জয়নাল আবেদীন।

Explore More Districts