নাজিরপুরে চালের কার্ড দেওয়ার কথা বলে ভ্যান নিয়ে গেল চোর

নাজিরপুরে চালের কার্ড দেওয়ার কথা বলে ভ্যান নিয়ে গেল চোর

২৩ February ২০২৫ Sunday ৪:৩২:৩১ PM

Print this E-mail this


নাজিরপুর (পিরোজপুর) প্রতিনিধিঃ

নাজিরপুরে চালের কার্ড দেওয়ার কথা বলে ভ্যান নিয়ে গেল চোর

অভাবের সংসার বৃদ্ধ ওমর আলীর (৬৫)। বাড়ি পিরোজপুর জেলার নাজিরপুর উপজেলার সদর ইউনিয়নের পাতীলাখালী গ্রামে। বৃদ্ধ বয়সেও ভ্যান চালিয়ে সংসার চালাতেন তিনি। তবে যে ভ্যানটি চালিয়ে সংসার চালাতেন, সেটিও খোয়া গেছে। এতে একরকম পথে বসে গেছেন ওমর আলী।

শনিবার (২২ ফেব্রুয়ারি) পিরোজপুরের নাজিরপুর শহরের সরকারি বালক বিদ্যালয়ের এলাকা থেকে ভ্যানটি চুরি যাওয়ার ঘটনা ঘটে।
জানা গেছে, শনিবার সকালেও ভ্যান নিয়ে বের হয়েছিলেন ওমর।

দুপুর ১২টা দিকে যাত্রীবেশে দুই চোর চালের কার্ড দেওয়ার কথা বলে কৌশলে তাকে পিরোজপুরের নাজিরপুর উপজেলা সদরে অবস্থিত সরকারি বালক বিদ্যালয়ের কাছে নিয়ে যায়।

পরে একজন ওমর আলীকে স্কুলের ভেতর থেকে ২০০ টাকা দেওয়ার কথা বলে কিছু মালামাল আনতে পাঠায়। এ সুযোগে অপরজন ভ্যান নিয়ে পালিয়ে যায়।

কাঁদতে কাঁদতে ওমর আলী বলেন, কলেজের দিকে চলেন বলে দুই ব্যক্তি আমার ভ্যান ভাড়া করে। আমি ভাড়া নিয়ে আইছি। আসার পরে আমাকে সরকারি চালের কার্ড দেওয়া হবে দুজন।

তারা আমাকে বলেন, আপনি এ কার্ড দিয়ে পাঁচ কেজি চাল পাবেন আর কলেজের ভেতর থেকে থেকে কিছু মাল এনে দেওয়ার পর আপনাকে ২০০ টাকা দেওয়া হবে। তাদের কথা শুনে আমি কলেজের ভেতরে যাই।

কিন্তু কিছুক্ষণ পর বিদ্যালয়ের বাইরে এসে দেখি ভ্যান নেই। ওই ব্যক্তিরা ভ্যান নিয়ে পালিয়ে গেছে। ২৫-৩০ বছর ভ্যান চালিয়ে সংসার চালাই। ভ্যান না ফিরে পেলে আমার আর কোনো উপায় নাই।

স্থানীয়রা বলেন, বৃদ্ধকে দেখি একটি ফার্মেসির সামনে বসে কাঁদতে কাঁদতে মাটিতে লুটিয়ে পড়ছে। আর ভ্যানের জন্য আহাজারি করছে। ওই বিদ্যালয়টির সামনে সিসি ক্যামেরা আছে , সেখানে দেখলে চোরদের চিহ্নিত করা যাবে।

ওমর আলীর স্ত্রী নাজিরপুর থানায় এ ঘটনায় একটি অভিযোগ দায়ের করেছেন। তিনি বলেন, অনেক কষ্টে এ ভ্যানটি কিনেছিলাম। ভ্যানটি চোর নিয়ে গেছে। এখন তো পথে বসতে হবে।

নাজিরপুর থানার পরির্দশক তদন্ত (ওসি) শেখ হেলাল উদ্দিন বলেন, এ বিষয়ে একটি অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। এ চোর চক্রকে শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক



শেয়ার করতে ক্লিক করুন:

Explore More Districts