সারা দেশে গত ২৪ ঘন্টায় বিভন্ন অপরাধে ১ হাজার ৩ শ ৪১ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এরমধ্যে যৌথবাহিনীর অভিযান অপারেশন ডেভিল হান্টে গ্রেপ্তার হয়েছেন ৭ শ ৬৯ জন। এ নিয়ে অপারেশন ডেভিল হান্টে মোট গ্রেপ্তার হয়েছে ৮ হাজার ৭৯ জন।
শনিবার সন্ধ্যায় পুলিশ সদর দপ্তর থেকে এ তথ্য নিশ্চিত করা হয়।
এতে বলা হয়, গত বুধবার সন্ধ্যা থেকে গতকাল সন্ধ্যা পর্যন্ত তাদের গ্রেপ্তার ছাড়াও ১টি দেশীয় তৈরী ১ নালা বন্দুক, ১টি এলজি, ২ টি কার্তুজ, ২টি চাপাতি, ৪টি রামদা, ১টি ছুরি ও ১টি কেঁচি উদ্ধার করা হয়।
পুলিশ সদর আরও দপ্তর জানায়, অপারেশন ডেভিল হান্ট ও অন্যান্য অপরাধে শুক্রবার সন্ধ্যা থেকে শনিবার সন্ধ্যা পর্যন্ত ১ হাজার ৩ শ ৪১ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এর মধ্যে অপারেশন ডেভিল হান্টে গ্রেপ্তার হয়েছে ৭৬৯ জন এবং অন্যন্য মামলা ও ওয়ারেন্টভুক্ত ৫ শ ৭২ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
এর আগে গত ৭ ফেব্রুয়ারি গাজীপুরে সাবেক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হকের বাসায় ছাত্র-জনতার ওপর হামলার ঘটনা ঘটে। এ হামলায় বেশ কয়েকজন হতাহত হন। তাদের মধ্যে কাশেম খান নামে একজন চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।
ঘটনার পর স্বরাষ্ট্র মন্ত্রণালয়, আইন শৃঙ্খলারক্ষাকারী বাহিনী ও অন্যান্য নিরাপত্তা সংস্থার উচ্চপদস্থ কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে দেশের নিরাপত্তা ব্যবস্থা জোরদারের সিদ্ধান্ত হয়। এরই ধারাবাহিকতায় ৮ ফেব্রুয়ারি থেকে অপারেশন ডেভিল হান্ট নামে বিশেষ অভিযান শুরু হয়। আইনশৃঙ্খলা বাহিনী জানিয়েছে, এ অভিযান চলমান থাকবে এবং অপরাধীদের দ্রুত বিচারের আওতায় আনা হবে।
২৩ ফেব্রুয়ারি ২০২৫
এজি