সীতাকুণ্ডে বাস-মাইক্রোবাসে যাত্রীদের পাল্টাপাল্টি হামলা, ভাঙচুর – Chittagong News

সীতাকুণ্ডে বাস-মাইক্রোবাসে যাত্রীদের পাল্টাপাল্টি হামলা, ভাঙচুর – Chittagong News

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সীতাকুণ্ডে বাস ও মাইক্রোবাসের যাত্রীদের মধ্যে পাল্টাপাল্টি হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে।  

শুক্রবার (২১ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৭টার দিকে সুলতানা মন্দির এলাকায় এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, শ্যামলী পরিবহনের বাসকে ওভারটেক করতে গিয়ে রোড ডিভাইডারে ধাক্কা দেয় একটি মাইক্রোবাস। এ ঘটনায় বাসচালককে দায়ী করে সাদা রঙের মাইক্রোবাসে থাকা যাত্রীরা লাঠিসোঁটা নিয়ে বাসটিতে ভাঙচুর চালায়।

এসময় তাদের সঙ্গে যোগ দেয় কালো রঙের আরেকটি মাইক্রোবাসের যাত্রীরা। এ ঘটনার প্রতিবাদে বাসের যাত্রীরাও মাইক্রোবাস দুটি ভাঙচুর করেন।

বাসের যাত্রী নাসরিন সুলতানা বলেন, তিনি মেয়েকে নিয়ে রংপুর থেকে কক্সবাজার যাচ্ছিলেন। দুটি মাইক্রোবাস থেকে কয়েকজন তরুণ নেমে বাসের জানালা ভেঙ্গে দেয়। বাসের চালক অন্যায় করলে পুলিশের হাতে তুলে দিতে পারতো, যাত্রীদের এভাবে বিপদে ফেললো কেন?

স্থানীয় বাসিন্দারা বলেন, বেশ কয়েকজন তরুণকে বাস ভাঙচুর করতে দেখে থামানোর চেষ্টা করা হয়। এসময় তারা উল্টো মারধর করার চেষ্টা করে। বাসের ভেতর থেকে শিশু ও নারীদের চিৎকার শুনে এলাকার লোকজন জড়ো হয়ে একটি মাইক্রোবাস আটক করে পুলিশকে খবর দেন।

বার আউলিয়া হাইওয়ে থানার এএসআই আবদুল বাতেন বলেন, ওভারটেক করা নিয়ে এ ঘটনার সৃষ্টি হয়। একটি বাস ও একটি মাইক্রোবাস জব্দ করা হয়েছে। আরেকটি মাইক্রোবাস নিয়ে চালক পালিয়ে গেছে।

এসসি/সিটিজিনিউজ

Explore More Districts