নবগঠিত সিলেট মহানগরীর থানা কমিটিতে সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক আব্দুল মুনিম শাহপরান থানা বিএনপির আহবায়ক, সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক সৈয়দ সরোয়ার রেজা বিমানবন্দর থানা বিএনপির সদস্য সচিব এর দায়িত্ব পাওয়ায় তাদেরকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দ।
আজ এক অভিনন্দন বার্তায় সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আব্দুল আহাদ খান জামাল ও সদস্য সচিব শাকিল মুর্শেদ বলেন ছাত্রদল থেকে বেড়ে ওঠা সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের দুই যুগ্ম আহবায়ক আব্দুল মুনিম ও সৈয়দ সরোয়ার রেজা বিএনপি শাহপরান থানা ও বিমানবন্দর থানার প্রতিষ্ঠাতা আহবায়ক ও সদস্য সচিব এর দায়িত্ব পাওয়ায় আমরা গৌরবান্বিত। আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি আব্দুল মুনিম ও সৈয়দ সরোয়ার রেজার বলিষ্ঠ নেতৃত্বে শাহপরান থানা ও বিমানবন্দর থানা বিএনপি শক্তিশালী সংগঠনে পরিনত হবে। আমরা তাদের সফলতা কামনা করি। অভিনন্দন বার্তায় নবগঠিত ৬ থানা বিএনপিতে দায়িত্ব প্রাপ্ত সকল নেতৃবৃন্দকে অভিনন্দন জানান ও তাদের সফলতা কামনা করেন।