- নারায়ণগঞ্জ, লিড নিউজ, শহর
- ফ্লাট থেকে এক ব্যক্তির গলাকাটা লাশ উদ্ধার
তিন দিনের ডিসি সম্মেলনের সমাপ্তি
- আপডেট টাইম : ফেব্রুয়ারি, ১৯, ২০২৫, ২:০৩ পূর্বাহ্ণ
- 14 পড়েছেন
নিজস্ব সংবাদদাতা:
নানা আনুষ্ঠানিকতায় শেষ হলো তিন দিনব্যাপী জেলা প্রশাসক (ডিসি) সম্মেলন। গত রোববার (১৬ ফেব্রুয়ারি) সকালে শুরু হয়েছিল যে সম্মেলন, মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) রাত ৯টার দিকে সমাপনী অধিবেশন ও নৈশভোজের মাধ্যমে তা শেষ হয়।
গত বছরের মতো এবারও কার্য-অধিবেশনগুলো রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। তবে ২৪ এর স্বাধীনতার পর এটাই প্রথম জেলা প্রশাসক সম্মেলন।
রোববার সকাল সাড়ে ১০টার দিকে আনুষ্ঠানিকতার মধ্যে দিয়ে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস তার কার্যালয়ের শাপলা হলে ‘জেলা প্রশাসক সম্মেলন-২০২৫’ উদ্বোধন করেন। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা জেলা প্রশাসকদের বিভিন্ন নির্দেশনা দেন। সরকারের নীতি-নির্ধারক ও জেলা প্রশাসকদের মধ্যে সামনা-সামনি মতবিনিময় এবং প্রয়োজনীয় দিক-নির্দেশনা দেওয়ার জন্য প্রতিবছর ডিসি সম্মেলনের আয়োজন হয়ে থাকে।
সম্মেলনের প্রথম দিন রোববার সন্ধ্যা ৬টার পর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে প্রধান উপদেষ্টা বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশনের সঙ্গে সভা করেন। এরপর সেখানে প্রধান উপদেষ্টার সঙ্গে ডিসি এবং বিভাগীয় কমিশনাররা নৈশভোজ করেন। প্রথম দিন আটটি মন্ত্রণালয় ও বিভাগের সঙ্গে তিনটি কার্য-অধিবেশন হয়।
দ্বিতীয় দিন সন্ধ্যায় সুপ্রিম কোর্ট ভবনে প্রধান বিচারপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও দিক-নির্দেশনা গ্রহণ করেন জেলা প্রশাসকরা। এরপর সিনিয়র সচিবদের সাথে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় এবং নৈশভোজ করেন ডিসিরা। দ্বিতীয় দিন ২১টি মন্ত্রণালয় ও বিভাগের সঙ্গে আটটি অধিবেশন অনুষ্ঠিত হয়। তবে এবারের সম্মেলনটি অন্যান্য বছরের তুলনায় অনেক গুরুত্বপূর্ন এবং তাতপর্যপূর্ন হয়েছে বলেও মত প্রকাশ করেছেন ডিসিরা। এই সম্মেলনে সবচেয়ে বেশি গুরুত্ব পেয়েছে দেশপ্রেমে আত্মনিয়োগ করা সহ দূর্নীতিতে জিরো ট্রলারেন্স নীতি অনুসরন করা।