নয়াদিল্লি, ১৭ ফেব্রুয়ারি – তৃতীয় দফায় ১১২ অবৈধ অভিবাসীকে নিয়ে ভারতে পৌঁছেছে মার্কিন সামরিক বাহিনীর একটি বিমান। রবিবার (১৬ ফেব্রুয়ারি) রাত ১০টা ৩ মিনিটে পাঞ্জাব প্রদেশের অমৃতসর আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে বিমানটি। ভারতের সংবাদমাধ্যম এনডিটিভি এ খবর জানিয়েছে।
ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের অভিবাসীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা এবং অবৈধ অভিবাসীদের নিজ দেশে ফেরত পাঠানোর সিদ্ধান্ত বাস্তবায়নের অংশ হিসেবে যুক্তরাষ্ট্র এসব ভারতীয় অভিবাসীকে নিজ দেশে ফেরত পাঠিয়েছে। গত ১০ দিনের মধ্যে তৃতীয় দফার প্রত্যাবাসন এটি। এর আগে ১৫ ফেব্রুয়ারি ১১৯ জন এবং ৫ ফেব্রুয়ারি ১০৪ জন অবৈধ ভারতীয় অভিবাসীকে ফেরত পাঠায় যুক্তরাষ্ট্র।
সূত্র অনুযায়ী, মার্কিন বিমান বাহিনীর সি-১৭ গ্লোবমাস্টার বিমানে করে তাদের ফেরত পাঠানো হয়। ফেরত আসা ১১২ অভিবাসীর মধ্যে ৩১ জন পাঞ্জাবের, ৪৪ জন হরিয়ানার, ৩৩ জন গুজরাটের, ২ জন উত্তর প্রদেশের, একজন হিমাচল প্রদেশের এবং একজন উত্তরাখণ্ডের বাসিন্দা।
তাদের মধ্যে অনেকের পরিবার বিমানবন্দরে তাদের গ্রহণ করতে এসেছে। আনুষ্ঠানিকতা শেষ করার পর তাদের বাড়ি ফেরার অনুমতি দেওয়া হবে। এই অভিবাসীদের গন্তব্যে পৌঁছে দেওয়ার জন্য বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে বলে, সূত্র জানায়।
প্রথম ও দ্বিতীয় দফার প্রত্যাবাসনের সময় অভিবাসীদের বিমান যাত্রার পুরো সময় শেকল ও হাতকড়া পড়িয়ে বন্দি রাখা হয়েছিল এবং ভারতে পৌঁছানোর পর তাদের মুক্ত করা হয়।
এ নিয়ে ভারতের রাজনীতিতে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি হয় এবং সংসদের বাজেট অধিবেশনে তুমুল বিতর্ক হয়।
যুক্তরাষ্ট্রে মেক্সিকো ও এল সালভাদরের পর ভারত তৃতীয় বৃহত্তম অবৈধ অভিবাসী প্রেরণকারী দেশ।
পাঞ্জাবের বেশিরভাগ অভিবাসী জানিয়েছেন, তারা ভালো জীবনের আশায় যুক্তরাষ্ট্রে প্রবেশের চেষ্টা করেছিলেন। কিন্তু সীমান্তে ধরা পড়ার পর তাদের স্বপ্ন ভেঙে যায় এবং হাতকড়া পরিয়ে দেশে ফেরত পাঠানো হয়।
সূত্র: বাংলা ট্রিবিউন
আইএ/ ১৭ ফেব্রুয়ারি ২০২৫