চাঁদপুর জেলা প্রশাসনের শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের ব্যাপক কর্মসূচি গ্রহণ

চাঁদপুর জেলা প্রশাসনের শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের ব্যাপক কর্মসূচি গ্রহণ

আবদুল গনি

চাঁদপুর জেলা প্রশাসনের ঊদ্যোগে মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের কর্মসূচি গ্রহণ করেছে। চাঁদপুরে মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০২৫ উদযাপনকল্পে প্রস্তুতি সভা ৪ ফেব্রুয়ারি বেলা ১০ টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। প্রাণবন্ত এ সভায় সভাপতিত্ব করেন চাঁদপুরের মান্যবর জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন ।

সভাপতি চাঁদপুরের মান্যবর জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন সভার প্রারম্ভে ভাষা আন্দোলনের সকল শদিদদের অবদান এবং জুলাই চব্বিশের আন্দোলনের শহিদ এবং আহতদের শ্রদ্ধাভরে স্মরণ করেন এবং তাদের প্রতি বিনম্র শ্রদ্ধা জ্ঞাপন করেন। তিনি আরো উল্লেখ কওে বলেন ইউনেস্কো কর্তৃক ১৭ নভেম্বর ১৯৯৯ সালে প্যারিস অধিবেশনে অমর একুশে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃতি প্রদান করায় বিশ্বব্যাপি দিবসটির তাৎপর্য বহুগুণে বৃদ্ধি পেয়েছে । অতঃপর তিনি আরো বলেন, এ বছর ’৫২ এর ভাষা আন্দোলনের উপলক্ষ্যে গৃহীত কর্মসূচিতে ২০২৪ এর গণঅভ্যুত্থানের প্রতিফলন যাতে ঘটে সেই দিকে লক্ষ্য রেখে কর্মসূচি পালন করা হবে ।

শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের ২০২৫ উদযাপন লক্ষ্যের সাংস্কৃতিক বিষয়ক মন্ত্রণালয় ও আন্ত: মন্ত্রণালয়ের কার্যবিবরণী এবং গত বছরের শহীদ দিবস ও মাতৃভাষা দিবস উদযাপনকল্পে কয়েকটি সিদ্ধান্ত ও কমিটি গঠন করা হয় । ‘মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০২৫ যথাযথ পালনের লক্ষ্যে প্রস্তুতি সভায় উপস্থিত সকলকে স্ব স্ব অবস্থান থেকে মতামত প্রদানের আহবান জানান।

সে লক্ষ্যে সভায় ১টি জেলা কমিটি, ৬ টি উপ-কমিটি গঠন ও ২১ টি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়। উপ-কমিটি গুলো হলো : পুষ্পঅর্পণ উপ-কমিটি, আলোচনা উপ-কমিটি, জাতীয় পতাকা পর্যবেক্ষণ উপ-কমিটি, শহিদ মিনার ও সড়ক সজ্জিতকরণ উপ-কমিটি,প্রচার, সাংস্কৃতিক ও বইমেলা প্রভৃতি উপ-কমিটি। সিদ্ধান্ত ও কর্মসূচির মধ্যে রয়েছে : চাঁদপুরের কেন্দ্রিয় শহিদ মিনারের পাদদেশে মাতৃভাষা দিবস উপলক্ষে ৭-২১ ফেব্রুয়ারি পর্যন্ত বই মেলার আয়োজন, শিশুদের বিভিন্ন প্রতিযোগিতা ।

এ গুলো হলো -শিশুদের নিয়ে চিত্রাংকন, সঙ্গীত,আবৃত্তি , সুন্দর হাতের লেখা ও বাংলা বানান প্রতিযোগিতার আয়োজন থাকবে। ১০-১১ ১৫ পর্যন্ত শহিদ মিনারে জাগরণী অনুষ্ঠান ও কবিতা আবৃত্তির আসর থাকবে। ২০ ফেব্রুয়ারি ১২ .০১ মিনিটে কেন্দ্রিয় শহিদ মিনাওে ভাষা শহিদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে পুষ্পস্তবক অর্পণ।

২১ ফেব্রুয়ারি সূর্যোদয় এর সাথে সাথে সরকারি -বেসরকারি ,আধা সরকারি ভবনসমূহে জাতীয় পতাকা অর্ধ-নমিতভাবে উত্তোলন করতে হবে। ২১ ফেব্রুয়ারি ভোর ৬ টায় শহরের শিক্ষা প্রতিষ্ঠানের অংশগ্রহণে পুষ্পস্তবক অর্পণ ।

২০- ২১ ফেব্রুয়ারি পৌরসভার উদ্যোগে শহরের নতুন বাজার সড়ক, অঙ্গিকার পার্দদেশ, কেন্দ্রিয় শহিদ মিনার চত্বর, শপথ চত্বর, ইলিশ চত্বর, চিত্র লেখা মোড়, নতুন বাসস্ট্যান্ডসহ বিভিন্ন সড়কে বাংলা বর্ণ্যামালা ও ফেস্টুন দ্বারা সজ্জিতকরণ।

২১ ফেব্রুয়ারি সকল স্কুল, কলেজসহ ও অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, শিক্ষক-শিক্ষিকাগণ নিজ নিজ প্রতিষ্ঠানে উপস্থিতিসহ ছাত্র-ছাত্রীদের নিয়ে দিবসের প্রত্যুষে শহীদ দিবসের সাথে সঙ্গতিপূর্ণ সঙ্গীত পরিবেশন সহকাওে কর্মসূচি পালন করবে।

ঐ দিন শহীদের স্বরণে জেলার সকল সকল স্কুল, কলেজসহ শিক্ষা প্রতিষ্ঠান এবং সরকারি অধা-সরকারি ও স্বায়ত্বশাসিত প্রতিষ্ঠানসমূহের ভবনে সঠিক নিয়মে জাতীয় পতাকা অর্ধ-নমিত থাকবে এবং বইপাঠ,স্ব-রচিত ছড়া ও কবিতা আবৃত্তি প্রতিযোগিতা এবং আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০২৪ সম্পর্কে আলোচনা সভা। ২১ ফেব্রুয়ারি সকল মসজিদে বাদ জোহর বিশেষ মোনাজাত,মন্দিরে , গীর্জায় ও বিভিন্ন উপাসনালয়ে প্রার্থনা। বিকেল ৪ টায় বই মেলার সমাপণি ও বিভিন্ন প্রতিয়োগিতার পুরস্কার বিতরণ করা হবে। আউটার স্টেডিয়ামে সন্ধায় থাকবে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান।

এদিকে সকল শিক্ষা প্রতিষ্ঠানে মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের কর্মসূচি গ্রহণ করার জন্যে জেলা শিক্ষা কর্মকর্তাকে চিঠি দেয়া হয়েছে বলে জানা গেছে ।


চাঁদপুর টাইমস
১৮ ফেব্রুয়ারি ২০২৫
এজি

Explore More Districts