সিরাজগঞ্জের তাড়াশে ১০ দিন যাবৎ মাদ্রাসা ছাত্র নিখোঁজ – Sirajganj News 24

সিরাজগঞ্জের তাড়াশে ১০ দিন যাবৎ মাদ্রাসা ছাত্র নিখোঁজ – Sirajganj News 24

লুৎফর রহমান, তাড়াশ:

সিরাজগঞ্জের তাড়াশে সাইফুল্লাহ (১৮)নামের এক মাদ্রাসা ছাত্র ১০ দিন যাবৎ নিখোঁজ রয়েছে। নিখোঁজ সাইফুল্লাহ উপজেলার নওগাঁ ইউনিয়নের সান্তান গ্রামের ইসমাইল হোসেনের ছেলে।

তাড়াশ থানায় জিডি করতে এসে তার বাবা ইসমাইল হোসেন জানান, আমার ছেলে হাসানপুর আনোয়ারুল উলুম হাফেজিয়া মাদ্রাসা থেকে গত ৬ ফেব্রুয়ারি সান্তান গ্রামের বাড়িতে আসার উদ্দেশ্য বের হয় দুপুর গড়িয়ে গেলেও সে বাড়িতে ফিরে আসেনি। পরে মাদ্রাসায় খোঁজ নিয়ে জানতে পারি মাদ্রাসা থেকে সকালে বের হয়েছে।এরপর আত্মীয়স্বজন ও সম্ভাব্য বিভিন্ন জায়গায় খোঁজ করেও তার কোনো সন্ধান পাওয়া যায়নি। নিখোঁজ সাইফুল্লাহর উচ্চতা প্রায় ৫ ফুট, গায়ের রং শ্যামলা, মাথার চুল ছোট ও কালো, মুখমণ্ডল গোলাকার, ওজন আনুমানিক ৫০ কেজি হবে। নিখোঁজ হওয়ার সময় তার পরনে সবুজ রঙের পাঞ্জাবি, আকাশি রঙের পায়জামা ও কালো রঙের বার্মিজ স্যান্ডেল ছিল। সে তাড়াশের অঞ্চলের আঞ্চলিক ভাষায় কথা বলে।

এ ঘটনায় নিখোঁজের পরিবার সিরাজগঞ্জের তাড়াশ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। যার জিডি নং ৭৩৭তাং১১৬/২/২৫। নিখোঁজ সাইফুল্লাহর মা সাবিনা খাতুন সকলের প্রতি আহ্বান জানিয়ে বলেছেন ,কেউ যদি আমার ছেলের সন্ধান পান,তাহলে নিকটস্থ থানায় যোগাযোগ করার অনুরোধ জানিয়েছেন। অথবা এই নাম্বারে ০১৭৮১৬৭৭৪১৭ যোগাযোগ করার জন্য বিশেষভাবে অনুরোধ করেছেন। তাড়াশ থানার ওসি আসলাম হোসেন জানান পরিবারের অভিযোগের ভিত্তিতে খুঁজে পাওয়া চেষ্টা করা হচ্ছে।

Explore More Districts