১৮ February ২০২৫ Tuesday ৫:২৮:১৮ PM | ![]() ![]() ![]() ![]() |
নলছিটি ((ঝালকাঠি) প্রতিনিধি:

সাত মাসের সাজা থেকে বাঁচতে ১০ বছর ছিলেন পালিয়ে। কিন্তু শেষ রক্ষা হয়নি। অবশেষে ধরা পড়তে হলো পুলিশের হাতে ঝালকাঠির নলছিটির মুছা ওরফে বাদল হাওলাদারকে।
সোমবার (১৭ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১২টার দিকে উপজেলার কুলকাঠি ইউনিয়নের বিহঙ্গল এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার বাদল ওই এলাকার মুজাহার হাওলাদারের ছেলে।
নলছিটি থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) কাওসার আহম্মেদ বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, ২০১৪ সালের বরিশাল কোতোয়ালি মডেল থানায় মাদক ইস্যুতে জেনারেল রেজিস্টার (জিআর) মামলায় তাকে সাত মাসের সশ্রম কারাদণ্ড ও দুই হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও দুই মাসের কারাদণ্ড দেন আদালত। এরপর থেকে তিনি পলাতক ছিলেন। গোপন তথ্যের ভিত্তিতে সোমবার রাতে বিহঙ্গল এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক
শেয়ার করতে ক্লিক করুন: | Tweet |