চট্টগ্রামে ওয়াসার পাইপলাইন ক্ষতিগ্রস্ত, ১৬ এলাকায় পানি সরবরাহে শঙ্কা

চট্টগ্রামে ওয়াসার পাইপলাইন ক্ষতিগ্রস্ত, ১৬ এলাকায় পানি সরবরাহে শঙ্কা

চট্টগ্রামে জলাবদ্ধতা নিরসনে খাল খনন প্রকল্পের কাজ চলাকালীন ওয়াসার প্রধান সঞ্চালন লাইন ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে নগরের অন্তত ১৬টি এলাকায় পানি সরবরাহ ব্যাহত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।

মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) এ বিষয়ে একটি গণবিজ্ঞপ্তি জারি করে চট্টগ্রাম ওয়াসা।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) ‘জলাবদ্ধতা নিরসন প্রকল্পের’ অধীনে অনন্যা আবাসিক এলাকায় অক্সিজেন-কুয়াইশ সংযোগ সড়কে কাজ চলার সময় ওয়াসার মূল পাইপলাইন ক্ষতিগ্রস্ত হয়।

এই সঞ্চালন লাইনের মাধ্যমে নগরের বিস্তৃত এলাকায় পানি সরবরাহ করা হয়। ফলে বৃহত্তর হালিশহর, আগ্রাবাদ, জামালখান, লালখানবাজার, মাদারবাড়ি, জিইসি, মুরাদপুর, কদমতলী, ধনিয়ালাপাড়া, নয়াবাজার, ২ নম্বর গেট, বায়েজিদ, অক্সিজেন, চকবাজার, নন্দনকানন ও সিরাজদ্দৌলাহ রোডে পানির সংকট দেখা দিতে পারে।

ওয়াসা জানিয়েছে, দ্রুততম সময়ে মেরামত কাজ সম্পন্ন করতে তাদের সর্বোচ্চ প্রচেষ্টা অব্যাহত রয়েছে।

Explore More Districts