শ্রীপুরে ঘাতক নসিমন কেড়ে নিল ১৮ মাসের শিশুর প্রাণ

শ্রীপুরে ঘাতক নসিমন কেড়ে নিল ১৮ মাসের শিশুর প্রাণ

মহসিন মোল্যা, বিশেষ প্রতিবেদক-

শ্রীপুর উপজেলার সোনাতুন্দী গ্রামের দক্ষিণ পাড়ার ছোট্ট শিশু মরিয়মের প্রাণ কেড়ে নিল ঘাতক নসিমন। ১৮ মাস বয়সী শিশুটির পিতার নাম মুরাদ হোসেন।

জানা যায়, শনিবার সকাল দশটার দিকে মরিয়ম বাড়ির পার্শ্ববর্তী রাস্তার উপর খেলা করছিল। ঠিক তখন দ্রুত গতিতে একটি নসিমন ছুটে এসে শিশুটিকে আঘাত করে। তখন মরিয়ম মাটিতে পড়ে গেলে নসিমনের একটি চাকা তার পেটের উপর দিয়ে উঠে যায়। নসিমনটিতে ৪০ মন চাউল ছিল এবং পরিবহনটির ব্রেক যথাযথ ছিল না বলে স্হানীয় লোকজন জানান।

মরিয়মকে দ্রুত শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। শিশুটির অবস্হা বেগতিক দেখা দিলে সেখান থেকে ডাক্তার দ্রুত মাগুরা সদর হাসপাতালে পাঠিয়ে দেন। কিছুক্ষণ পরেই সেখানে তার মৃত্যু হয়।

নসিমনটি স্হানীয় লোকজন আটক করলেও ড্রাইভার পালিয়ে যেতে সক্ষম হয়।

এ বিষয়ে শ্রীপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইদ্রিস আলী জানান, এ বিষয়ে থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।

Explore More Districts