ঢাকা বিশ্ববিদ্যালয় চলচ্চিত্র সংসদ এর আয়োজনে টিএসসিতে আগামী ১৫ ফেব্রুয়ারি থেকে ১৯ ফেব্রুয়ারি পর্যন্ত পাঁচ দিনব্যাপি আয়োজিত হবে বাংলা ভাষার সবচেয়ে বড় চলচ্চিত্র উৎসব ‘আমার ভাষার চলচ্চিত্র ১৪৩১”
বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) “আমার ভাষার চলচ্চিত্র ১৪৩১’ এর পোস্টার এবং চলচ্চিত্র প্রদর্শনীর সময়সূচি উন্মোচিত হয়।
মহান ভাষা আন্দোলনের স্মৃতির প্রতি সম্মান প্রদর্শন এবং বাংলাদেশে চলচ্চিত্রের প্রসারের লক্ষ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় চলচ্চিত্র সংসদ ২০০২ সাল থেকে এ উৎসবের আয়োজন করে আসছে।
এ বছর ‘আমার ভাষার চলচ্চিত্র ১৪৩১’ এ প্রদর্শিত হবে সমসাময়িক ও ধ্রুপদি ১৯টি পূর্ণদৈর্ঘ্য ও ৩টি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র। এবারের আসরের উল্লেখযোগ্য চলচ্চিত্রগুলোর মধ্যে রয়েছে ‘বলী’, ‘প্রিয় মালতী’, ‘তুফান’, ‘আম্মাজান’, ‘রিকশা গার্ল’, ‘লাইভ ফ্রম ঢাকা’, ‘কাজলরেখা’, ‘নকশী কাঁথার জমিন’ ইত্যাদি।
উৎসবে থাকবে বাংলা সিনেমার বিকাশ, অগ্রগতি ও সম্ভাবনা নিয়ে আলোচনা বিষয়ক অনুষ্ঠান ‘যুক্তি তক্কো গপ্পো’। উক্ত অনুষ্ঠানে উপস্থিত থাকবেন বাংলা চলচ্চিত্রাঙ্গনের বিশিষ্ট নির্মাতা, সমালোচক ও কুশলীবৃন্দ।