চাঁদপুরে জেলা আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

চাঁদপুরে জেলা আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

সারাদেশ চলমান (অপারেশন ডেভিল হান্ট) অভিযানের অংশ হিসেবে চাঁদপুরে জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক তাফাজ্জল হোসেন এসডু পাটোয়ারীকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ। রবিবার (৯ ফেব্রুয়ারি) সন্ধ্যায় ট্রাক ঘাট এলাকার নিজ বাসা থেকে ডিবি পুলিশের একটি টিম তাকে গ্রেফতার করে ডিবি কার্যালয়ে নিয়ে আসে।

আটক এসডু পাটওয়ারী রাজনীতির পাশাপাশি ঠিকাদারি ব্যবসা করতেন। তিনি পতিত ফ্যাসিস্ট সরকারের আমলে চাঁদপুর-৩ আসনের সাবেক সংসদ সদস্য ও মন্ত্রী ডা. দীপু মনির অনুসারী হিসেবে পরিচিত।

জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মজিবুর রহমান জানান, আটক এসডু পাটওয়ারীকে ডিবি কার্যালয়ে জিজ্ঞাসাবাদ করা হবে এবং পরে তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।

এ বিষয়ে চাঁদপুরের জেলা পুলিশ সুপার মোঃ আব্দুর রকিব (পিপিএম) জানান, চলমান (অপারেশন ডেভিল হান্ট) অভিযানের অংশ হিসেবে ডিবি পুলিশের একটি টিম তাকে গ্রেফতার করতে সক্ষম হয়। তার বিরুদ্ধে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

প্রতিবেদক: মুসাদ্দেক আল আকিব, ৯ ফেব্রুয়ারি ২০২৫

Explore More Districts