সিলেটে ১ কোটি ৪৫ লাখ টাকার চোরাই পণ্য আটক করল বিজিবি

সিলেটে ১ কোটি ৪৫ লাখ টাকার চোরাই পণ্য আটক করল বিজিবি

সিলেটে ১ কোটি ৪৫ লাখ টাকার চোরাই পণ্য আটক করল বিজিবি

সিলেট ও সুনামগঞ্জ জেলার সীমান্তবর্তী এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় থ্রী পিস, মেডিসিন, মহিষ, বডি স্প্রে, স্কিন সাইন ক্রিম, চিনি, চকলেট কমলা, ফুচকা, অলিভ অয়েল, বিড়িসহ চোরাই পণ্য পরিবহনে ব্যবহৃত ট্রাক আটক করেছে সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি)।

রোববার (৯ ফেব্রুয়ারি) গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে এসব চোরাই পণ্য আটক করে সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) এর আওতাধীন তামাবিল, বিছনাকান্দি, সংগ্রাম, প্রতাপপুর, কালাসাদেক, সোনারহাট, কালাইরাগ, দমদমিয়া এবং বাংলাবাজার বিওপি এর অভিযানিক দল।

আটককৃত মালামালের সিজার মূল্য আনুমানিক ১ কোটি ৪৫ লাখ ৬৫ হাজার ৬ শত টাকা।

সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্নেল মোঃ নাজমুল হক বলেন, উর্ধ্বতন সদর দপ্তরের নির্দেশনা অনুযায়ী সীমান্তে নিরাপত্তা রক্ষা ও চোরাচালান প্রতিরোধে বিজিবির আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় সীমান্তবর্তী এলাকার অভিযান পরিচালনা করে চোরাই পণ্য জব্দ করা হয়। আটককৃত চোরাই পণ্য সমূহ বিধি মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

ডিএস/আরএ

Explore More Districts