নওগাঁর পত্নীতলা উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এ টি এম জিল্লুর রহমানকে মুঠোফোনে ফোন করে হুমকি ও অকথ্য ভাষায় গালাগাল করার অভিযোগ পাওয়া গেছে এক কলেজশিক্ষকের বিরুদ্ধে। তাঁদের ফোনকলের রেকর্ড ফেসবুকে ছড়িয়ে পড়ায় এ নিয়ে এলাকায় নানা আলোচনা চলছে।
অভিযুক্ত ওই শিক্ষকের নাম নজরুল ইসলাম। তিনি উপজেলার চ্যাট শিবপুর বরেন্দ্র ডিগ্রি কলেজের ইসলামের ইতিহাস বিভাগের সহকারী অধ্যাপক। ফোন রেকর্ডে নজরুল ইসলামকে বলতে শোনা যাচ্ছে, ‘আপনার কপাল ও ভাগ্য ভালো, আপনি আমার কলেজে আসছেন, আমার খোঁজ করেছেন, আবার হুমকি দিয়ে গেছেন। আমি বিশ্ববিদ্যালয়ের ক্যাডার। আমি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের ক্যাডার, আমার নাম নজরুল ইসলাম বাচ্চু। আমি কিন্তু ওই রাজপথের লড়াকু সৈনিক। এরশাদ আন্দোলনে আমি অগ্রণী ভূমিকার একজন, মানে সেই রকম ক্যাডার ছিলাম আমি।’
অপর প্রান্ত থেকে (শিক্ষা কর্মকর্তা জিল্লুর রহমান) ‘আচ্ছা হোক তবে…’ বলতেই নজরুল ইসলাম উত্তেজিত হয়ে বলেন, ‘ওই ব্যাটা আপনার বগুড়া বাড়ি, সেটা নিয়ে আপনি থাকেন। আপনি জানেন, তারেক রহমানের সঙ্গে আমার কী সম্পর্ক? আপনি আমার কলেজে এসে আমাকে হুমকি দিয়ে গেছেন। আমি কলেজে থাকলে আপনার চেহারা ফাটফাট করে দিতাম। যাব নাকি আপনার অফিসে?’