যশোরে শীতার্তদের মাঝে জামায়াতে ইসলামীর কম্বল বিতরণ কর্মসূচি

যশোরে শীতার্তদের মাঝে জামায়াতে ইসলামীর কম্বল বিতরণ কর্মসূচি

রোববার বিকেলে বাংলাদেশ জামায়াতে ইসলামী, ১১নং রামনগর ইউনিয়ন, যশোর সদর, যশোর শাখার উদ্যোগে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
উক্ত কর্মসূচি ১১নং রামনগর ইউনিয়ন জামায়াতে ইসলামীর সেক্রেটারি মুন্সি নাজমুল হোসেন-এর সভাপতিত্বে যশোর সদর উপজেলার কুয়াদা মাদ্রাসা প্রাঙ্গণে শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়। সাংগঠনিক কার্যক্রমের অংশ হিসেবে ইউনিয়নের দরিদ্র ও অসহায় মানুষের সহযোগিতার লক্ষ্যে ৪০ জন শীতার্তের মাঝে কম্বল বিতরণ করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী, ১১নং রামনগর ইউনিয়ন, যশোর সদর, যশোর শাখার আমীর অধ্যাপক মুছাহাক আলী সদস্যবৃন্দ মাওলানা শাহজাহান, কামরুজ্জামান, জিয়াউর রহমান, সাহাজুর রহমান সহ অন্যান্য নেতৃবৃন্দ।
এই উদ্যোগের মাধ্যমে এলাকার শীতার্ত ও অসহায় মানুষ উপকৃত হন এবং জামায়াতে ইসলামীর মানবসেবামূলক কার্যক্রমের ধারাবাহিকতা বজায় থাকে।

Explore More Districts