ইজতেমায় আরও এক মুসল্লির মৃত্যু – DesheBideshe

ইজতেমায় আরও এক মুসল্লির মৃত্যু – DesheBideshe

ইজতেমায় আরও এক মুসল্লির মৃত্যু – DesheBideshe

ঢাকা, ৩১ জানুয়ারি – গাজীপুরের টঙ্গীতে অনুষ্ঠিত ৫৮তম বিশ্ব ইজতেমার প্রথম পর্বে আরও এক মুসল্লির মৃত্যু হয়েছে। শুক্রবার বিকেল সাড়ে ৩টার দিকে স্ট্রোক করে তিনি মারা যান।

নিহত মুসল্লির নাম ছাবেত আলী (৭০)। তিনি শেরপুর জেলার শ্রীবর্দী থানার ৩ নম্বর রাণীশিমুল এলাকার বাসিন্দা ছিলেন। তার বাবার নাম আব্দুল্লাহ।

বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ তাবলীগ জামাত শরিয়ায়ে নেজামের মিডিয়া সমন্বয়ক হাবিবুল্লাহ রায়হান।

তিনি জানান, ছাবেত আলী ইজতেমার ৪৬ নম্বর খিত্তায় অবস্থানকালে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন এবং ঘটনাস্থলেই মারা যান। পরে তার মরদেহ উদ্ধার করা হয়।

এর আগে শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে আব্দুল কুদ্দুস গাজী (৬০) নামের আরও এক মুসল্লির মৃত্যু হয়। তিনি খুলনার ডুমুরিয়া উপজেলার ডুমুরিয়া বাজার এলাকার বাসিন্দা। তার বাবার নাম লোকমান হোসেন গাজী।

সূত্র: বাংলাদেশ জার্নাল
এনএন/ ৩১ জানুয়ারি ২০২৫



Explore More Districts