নাজিরপুরে দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে কৃষক দল নেতা মাজেদুল বহিষ্কার

নাজিরপুরে দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে কৃষক দল নেতা মাজেদুল বহিষ্কার

৩১ January ২০২৫ Friday ৮:০০:৫০ PM

Print this E-mail this


নাজিরপুর ((পিরোজপুর) প্রতিনিধি:

নাজিরপুরে দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে কৃষক দল নেতা মাজেদুল বহিষ্কার

পিরোজপুরের নাজিরপুরে দলীয় শৃঙ্খলা পরিপন্থি কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে জাতীয়তাবাদী কৃষক দলের নেতা মো. মাজেদুল ইসলাম ডালিমকে বহিষ্কার করা হয়েছে। তিনি উপজেলার শাখারীকাঠি ইউনিয়নের আহ্বায়ক।

বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) জেলা কৃষক দলের সভাপতি মো. নাসির আহমেদ বাচ্চু ও সাধারণ সম্পাদক হাবিব খান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বহিষ্কারের বিষয়টি জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, জাতীয়তাবাদী কৃষক দলের পিরোজপুরের নাজিরপুর উপজেলা শাখারীকাঠী ইউনিয়ন শাখার আহ্বায়ক মো. মাজেদুল ইসলাম ডালিমের বিরুদ্ধে দলীয় শৃঙ্খলাভঙ্গের সুস্পষ্ট অভিযোগের পরিপ্রেক্ষিতে প্রাথমিক সদস্য পদসহ সব পদ-পদবি থেকে বহিষ্কার করা হলো। এই বহিষ্কারাদেশ পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বলবৎ থাকবে।

এ বিষয়ে নাজিরপুর উপজেলা কৃষক দলের সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম মিল্টন কালবেলাকে বলেন, তার ব্যাপারে জেলা কমিটির কাছে দলীয় শৃঙ্খলাভঙ্গের অভিযোগপত্র দেওয়া হয়েছে। সেই অভিযোগের ভিত্তিতে তদন্তপূর্বক তার বিরুদ্ধে বহিষ্কারাদেশ প্রদান করেছে পিরোজপুর জেলা কমিটি।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক



শেয়ার করতে ক্লিক করুন:

Explore More Districts