ভয়ঙ্কর পথ দুর্ঘটনার কবলে সালমানের ‘বোন’, ভাঙল হাড়, ঠোঁট কেটে দু’টুকরো – DesheBideshe

ভয়ঙ্কর পথ দুর্ঘটনার কবলে সালমানের ‘বোন’, ভাঙল হাড়, ঠোঁট কেটে দু’টুকরো – DesheBideshe

ভয়ঙ্কর পথ দুর্ঘটনার কবলে সালমানের ‘বোন’, ভাঙল হাড়, ঠোঁট কেটে দু’টুকরো – DesheBideshe

মুম্বাই, ৩১ জানুয়ারি – শ্বেতা রোহিরা, সলমন খানের ‘রাখি বোন’। অভিনেতা পুলকিত সম্রাটের প্রাক্তন স্ত্রী। বৃহস্পতিবার তিনি মর্মান্তিক পথদুর্ঘটনায় গুরুতর আহত। হাড়গোড় ভেঙে চুরমার। মুখ ফেটে রক্তারক্তি। সেই ছবি শ্বেতা নিজেই ভাগ করে নিয়েছেন সমাজমাধ্যমে। দেখে শিউরে উঠেছে বলিউড। দিন দুই আগে সেটে শুটিং করতে গিয়ে গুরুতর আহত হন অর্চনাপূরণ সিংহ। তাঁরও হাত ভেঙে গিয়েছে, মুখে কাটার দাগ। এর পরেই শ্বেতা দুর্ঘটনা আক্রান্ত হওয়ায় স্তব্ধ বলিউড।

কী করে এত বড় দুর্ঘটনা ঘটল ‘ভাইজান’-এর ‘বোন’-এর সঙ্গে? হাসপাতালের বিছানায় শুয়ে শুয়েই তিনি পুরো ঘটনা জানিয়েছেন। শ্বেতার কথায়, “জীবন বড়ই অদ্ভুত। আপনি হয়তো সকালটা আপনার প্রিয় গান ‘কাল হো না হো’ দিয়ে শুরু করলেন। পর মুহূর্তে সেটাই বাস্তব! নিজের মনে হাঁটছিলাম। হঠাৎ, ঝড়ের গতিতে একটি বাইক আমার সামনে এসে পড়ে। নিজেকে সামলানোর আগেই টের পেলাম, যেন হাওয়ায় উড়ছি!” বাইকের ধাক্কায় এর পরেই অনেকটা দূর সজোরে ছিটকে পড়েন তিনি। সারা শরীরে অসহ্য যন্ত্রণা।

জ্ঞান ফিরলে শ্বেতা দেখেন তিনি বিছানায় শুয়ে। এর পরেই তাঁকে তড়িঘড়ি নিয়ে যাওয়া হয় হাসপাতালে। চিকিৎসকেরা পরীক্ষা করে জানান, হাত-পায়ের হাড় ভেঙেছে। প্লাস্টার করা হয়েছে হাতে, পায়ে। উপরের ঠোঁট কেটে গিয়েছে। ব্যান্ডেজ সেখানেও। আপাতত তিনি হাসপাতালে চিকিৎসাধীন। এত শারীরিক কষ্টের মধ্যেও শ্বেতা আশাবাদী। তাঁর পোস্টে লিখেছেন, “হাতে-পায়ে প্লাস্টার, মুখে ব্যান্ডেজ। হয়তো হাম্পটি ডাম্পটির মতো দেখাচ্ছে! কুছ পরোয়া নেই। ‘পিকচার আভি বাকি হ্যায় মেরি দোস্ত’। যখন ফিরব আরও শক্তিশালী হয়েই ফিরব।”

আইএ/ ৩১ জানুয়ারি ২০২৫



Explore More Districts