ঝালকাঠির রাজাপুরে নাসিম উদ্দিন আকনের উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক পদ স্থগিতের প্রতিবাদে উপজেলা শ্রমিকদলের উদ্যোগে শুক্রবার বিকেলে উপজেলা শহরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে। এসে উপজেলা শ্রমিকদলের সভাপতি সভাপতি আব্দুল মান্নান খানের সভাপতিত্বে বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম খান, সিনিয়র সহ সভাপতি আলী হোসেন তালুকদার, সিরাজুল ইসলাম নবাব মৃধা, সাংগঠনিক সম্পাদক আলম খান, সদর ইউনিয়ন সভাপতি ফোরকান খলিফা, মঠবাড়ি ইউনিয়ন সভাপতি শাহাদাৎ হোসেন মুক্তা হাওলাদার, সাধারণ সম্পাদক আবুল বাসার তালুকদার, বড়ইয়া ইউনিয়ন সম্পাদক শাকিল আহমেদ, সাতুরিয়া ইউনিয়ন সহ সম্পাদক মনির মোল্লা, শুক্তাগড় ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক রফিক হোসেন, গালুয়া ইউনিয়ন সভাপতি শাবু মাঝি, সহ সভাপতি শহিদুল ইসলাম প্রমুখ। বক্তব্যরা দ্রুত নাসিম উদ্দিন আকনের পদ ফিরিয়ে দেয়ার দাবি জানান। অন্যথায় প্রতিটি ওয়ার্ডে কঠোর আন্দোলন করার হুমকি দেন তারা।
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)