সদরের আয়ফুল বেগম মেমোরিয়াল কমপ্লেক্স ও এতিমখানায় সবক প্রদান

সদরের আয়ফুল বেগম মেমোরিয়াল কমপ্লেক্স ও এতিমখানায় সবক প্রদান



Post Views:
৪১

নিজস্ব প্রতিনিধি:

সাতক্ষীরা সদর উপজেলার মাধবকাটিস্থ ‘আয়ফুল বেগম মেমোরিয়াল কমপ্লেক্স ও এতিমখানা’র (হাফেজি বিভাগ) ছাত্রদের সবক প্রদান ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) প্রতিষ্ঠানের নিজস্ব কমপ্লেক্স প্রাঙ্গণে আয়োজিত এই অনুষ্ঠানে কোরআন শিক্ষার অগ্রগতি পর্যবেক্ষণ, নতুন হাফেজদের সবক প্রদান এবং তাদের মানোন্নয়ন পর্যালোচনা করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানটির সভাপতি মো. ইব্রাহিম খলীল। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এম আর ইন্টারন্যাশনাল স্কুলের সদস্য মো. জাহাঙ্গীর কবির, আয়ফুল বেগম মেমোরিয়াল কমপ্লেক্স ও এতিমখানার কার্যনির্বাহী কমিটির সদস্য মো. নজরুল ইসলাম, এম আর ইন্টারন্যাশনাল স্কুলের সহকারী শিক্ষক নাজমুল আলম, সহকারী শিক্ষক সুরাইয়া খাতুন, রেঁনেসা কৃষি উন্নয়ন সমবায় সমিতির ম্যানেজার মো. আমিনুল ইসলাম, হাফেজ লোকমান হোসেন, প্রাইড ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক ও এম আর ইন্টারন্যাশনাল স্কুলের প্রধান শিক্ষক মো. আব্দুর রহমান, আয়ফুল বেগম মেমোরিয়াল কমপ্লেক্স ও এতিমখানার তত্বাবধায়ক হাফেজ মো. মাছুম বিল্লাহ। অনুষ্ঠানে বক্তারা পবিত্র কোরআনের জ্ঞান অর্জনের গুরুত্ব সম্পর্কে আলোচনা করেন এবং ছাত্রদের অধ্যবসায়ের প্রশংসা করেন। তারা বলেন, নৈতিক শিক্ষা ও ধর্মীয় অনুশীলনের মাধ্যমে সমাজে ইতিবাচক পরিবর্তন আনা সম্ভব। আয়ফুল বেগম মেমোরিয়াল কমপ্লেক্স ও এতিমখানার প্রতিষ্ঠাতা মোঃ শফিকুজ্জামানসহ দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত পরিচালনা করেন আয়ফুল বেগম মেমোরিয়াল কমপ্লেক্স ও এতিমখানার শিক্ষক হাফেজ মোঃ শরিফুল ইসলাম। মোনাজাতে এতিমখানার শিক্ষার্থীরা ছাড়াও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

Please follow and like us:

fb-share-icon

Tweet
20

Explore More Districts