বাবুগঞ্জে নদী থেকে অবৈধভাবে বালু উত্তলন: ৮ লাখ টাকা জরিমানা আদায়

বাবুগঞ্জে নদী থেকে অবৈধভাবে বালু উত্তলন: ৮ লাখ টাকা জরিমানা আদায়

৩০ January ২০২৫ Thursday ৭:০৭:১৯ PM

Print this E-mail this


বাবুগঞ্জে নদী থেকে অবৈধভাবে বালু উত্তলন: ৮ লাখ টাকা জরিমানা আদায়

বাবুগঞ্জ(বরিশাল) প্রতিনিধি : বরিশালের বাবুগঞ্জ উপজেলার আরিয়াল খাঁ নদীর আগরপুর নতুনচর নামক স্থান থেকে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগে ৮ লাখ টাকা জরিমানা আদায় করছে ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার দুপুরে ঘটনাস্থল থেকে আটক দুইজনকে পৃথক দুটি মামলায় এ অর্থদন্ড প্রদান করা হয়। সাজাপ্রাপ্তরা হলেন উজিরপুর উপজেলার গুঠিয়া ইউনিয়নের মো: রাকিব তালুকদার ও একই উপজেলার কেশবকাঠী ইউনিয়নের মোঃ মোফাজ্জল সরদার।এর আগে বুধবার সন্ধ্যায় তাদের আড়িয়াল খাঁ নদীর নতুনচর এলাকা থেকে আটক করতে হবে। বাবুগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার(নির্বাহী ম্যাজিস্ট্রেট) ফারুক আহমেদ পরিচালিত ভ্রাম্যমান আদালত আটক রাকিব তালুকদারেকাছ থেকে ৩ লাখ টাকা ও সহকারী কমিশনার (ভূমি), নির্বাহী ম্যাজিস্ট্রেট কামরুন্নাহার তামান্না পরিচালিত ভ্রাম্যমান আদালত আটক মো মোফাজেল সরদারের কাছ থেকে ৫ লাখ টাকা জরিমানা আদায় করে। উপজেলা নির্বাহী অফিসার ফারুক আহমেদ বলেন, ২টি পৃথক মামলায় ২ জনকে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ অনুযায়ী ৮ (আট) লাখ টাকা অর্থদণ্ড প্রদান এবং তা আদায় করে সরকারি কোষাগারে জমা প্রদান করা হয়েছে। জনস্বার্থে উপজেলা প্রশাসন এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক



শেয়ার করতে ক্লিক করুন:
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)





বরিশাল আইনজীবী সমিতি: বিএনপি-জামায়াত লড়াই, বর্জন আ’লীগ-বামদের

আওয়ামী লীগের দখল এখন রক্ষা ও ভোগে বিএনপি

দুই দিন পর ভোলার সব রুটে বাস চলাচল শুরু 

বরিশালে বাস শ্রমিকদের ধর্মঘট প্রত্যাহার, বাস চলাচল স্বাভাভিক

বরিশালে বাস চলাচল বন্ধ ঘোষণা

Explore More Districts