সিরাজগঞ্জে চলন্ত ট্রাকে প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণ, ট্রাক চালকের আমৃত্যু কারাদণ্ড – Sirajganj News 24

সিরাজগঞ্জে চলন্ত ট্রাকে প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণ, ট্রাক চালকের আমৃত্যু কারাদণ্ড – Sirajganj News 24

মো: পারভেজ সরকার

সিরাজগঞ্জে চলন্ত ট্রাকে প্রতিবন্ধী এক তরুনীকে ধর্ষণের অভিযোগে সোহেল রানা নামে এক ট্রাক চালককে আমৃত্যু কারাদণ্ড দিয়েছে আদালত। একই সঙ্গে ৫০ হাজার টাকা অর্থদন্ড দেওয়া হয়েছে। 

আজ বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) দুপুর ১টার দিকে সিরাজগঞ্জের নারী ও শিশু নির্যাতন ট্রাইব্যুনাল-২ এর বিচারক বেগম সালমা খাতুন এরায় প্রদান করেন। 

এই আদালতের পাবলিক প্রসিকিউটর মাসুদুর রহমান এতথ্য নিশ্চিত করে বলেন, মামলায় ট্রাক চালককে আমৃত্যু কারাদণ্ড দিয়েছেন। আপর আসামি ট্রাক হেলপার মামলা চলাকালে ২০২৩ সালের ১২ মে জেল হাজতে মৃত্যু হয়।

দন্ডপ্রাপ্ত ট্রাক চালক সোহেল রানা বগুড়া জেলা সদরের আশোকোলা দক্ষিণ পাড়া গ্রামের মনসুর আলীর ছেলে। 

মামলার অভিযোগ পত্রে উল্লেখ করা হয়েছে,  ২০২১ সালের ২২ জুন করোনা ভাইরাসের কারনে লকডাউন চলছিল। একারণে স্বাভাবিক যানবাহন চলাচল বন্ধ ছিল। চন্দ্রা থেকে প্রতিবন্ধী তরুণী সহ দুই জন পুরুষ যাত্রী নিয়ে ট্রাক চালক সোহেল রানা ও হেলপার ওয়াহাব শেখ তাদের ট্রাক বগুড়ার উদ্দেশ্যে রওনা হয়।

ট্রাকটি সিরাজগঞ্জে যমুনা সেতু পশ্চিম গোলচক্কর পার হলে ট্রাকের হেলপার যাত্রীদের জানান ট্রাকটি নষ্ট হয়ে গেছে সারতে সময় লাগবে। এসময় ট্রাকের পুরুষ দুই যাত্রী নেমে যায়। তবে ওই তরুণী ট্রাকের কেবিনের মধ্যে থেকে যায়।

পরে ট্রাক চালক সোহেল রানা ও হেলপার ওয়াহাব তরুনীকে জোর পূর্বক ধর্ষণ করে।  এসময় তরুণীর চিৎকারে ট্রাকের যাত্রী  ইউনুস আলী ধর্ষণের ঘটনা তার মোবাইলে ভিডিও ধারন করেন। তখন ইউনুস আলী ৯৯৯ ফোন করে পুলিশকে বিষয়টি অবগত করেন।

খবর পেয়ে পুলিশ সিরাজগঞ্জ সদর উপজেলার কড্ডার মোড় থেকে ট্রাক চালক ও  হেলপার কে গ্রেফতার করেন এবং ট্রাকটি জব্দ করেন।

এঘটনায় ধর্ষণের শিকার তরুনীর বাবা বাদী হয়ে যমুনা সেতু পশ্চিম থানার মামলা দায়ের করেন। 

মামলা চলাকালে ১৭ জন স্বাক্ষীর স্বাক্ষ্য গ্রহন করে আদালত। স্বাক্ষ্য প্রমাণ শেষে আজ আদালত ট্রাক চালককে আমৃত্যু কারাদণ্ড প্রদান করেন।

Explore More Districts