বাঁশখালী উপজেলা স্কাউট'স এর ত্রি-বার্ষিক নির্বাচন সম্পন্ন – দৈনিক আজাদী

বাঁশখালী উপজেলা স্কাউট'স এর ত্রি-বার্ষিক নির্বাচন সম্পন্ন – দৈনিক আজাদী

উৎসবমুখর পরিবেশে সকাল থেকে শুরু হওয়া একটানা বিকেল পর্যন্ত বাংলাদেশ স্কাউটস বাঁশখালী উপজেলার ত্রি-বার্ষিক কাউন্সিল নির্বাচন বুধবার (২৯ জানুয়ারি) বাঁশখালী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে সম্পন্ন হয়।

নির্বাচনে কমিশনার পদে ছনুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ জয়নাল আবেদীন, সম্পাদক পদে মোহাম্মদ নোমান, যুগ্ম-সম্পাদক পদে মোহাম্মদ আরিফ মোর্শেদ ও কোষাধ্যক্ষ পদে মাহফুজুর রহমান বিজয় লাভ করেছেন।

এছাড়াও উক্ত নির্বাচনে রায়ছটা প্রেমাশিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রফিকুল ইসলাম, গন্ডামারা বড়ঘোন্য উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শিহাব উদ্দিন, পশ্চিম বাঁশখালী দারুল ইসলাহ দাখিল মাদ্রাসার সহকারী শিক্ষক মোহাম্মদ জমির উদ্দীন, উত্তর জলদি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ রেজাউল করিম, বৈলছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ আইয়ুব বিনা প্রতিদ্বন্দ্বিতায় সহ-সভাপতি নির্বাচিত হয়।

পদাধিকার বলে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ জমশেদুল আলম সভাপতি এবং মাধ্যমিক ও প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সদস্য হিসেবে থাকবেন। নির্বাচনে কমিশনার পদে তিনজন, সম্পাদক পদে চার জন, যুগ্ম সম্পাদক পদে দুইজন ও কোষাধ্যক্ষ পদে দুইজন প্রতিদ্বন্দ্বীতা করেন।

নির্বাচন কমিশন সূত্রে জানা যায়, মাধ্যমিক, প্রাথমিক ও মাদরাসায় স্কাউটস-এ মোট ভোটার সংখ্যা তিনশত ৬০ জন। তিনশত ৫০জন কাউন্সিলর তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন। ভোটগ্রহণে নির্বাচনী দায়িত্ব পালন করেন উপজেলা একাডেমিক সুপারভাইজার ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এয়ার মোহাম্মদ, উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ আবু বক্কর, সহকারি প্রিসাইডিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করেন পল্লী সঞ্চয় ব্যাংক কর্মকর্তা মোহাম্মদ জসিম উদ্দিন।

Explore More Districts