লোহাগাড়ায় ৫০ কেজি গাঁজাসহ পিকআপ ফেলে পালাল মাদক পাচারকারী – দৈনিক আজাদী

লোহাগাড়ায় ৫০ কেজি গাঁজাসহ পিকআপ ফেলে পালাল মাদক পাচারকারী – দৈনিক আজাদী

ইয়াবা, আইস, চোলাই মদ, গাঁজাসহ হরেক রকম মাদক পাচারের অন্যতম রোড চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক। মাদক পাচারকারীদের আটক করতে প্রতিনিয়ত চেকপোস্ট বসিয়ে অভিযান পরিচালনা করে আইনশৃংখলা রক্ষাকারী বাহিনী ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা। এরই ধারাবাহিকতায় চট্টগ্রামের লোহাগাড়ায় অভিযান চালিয়ে ৫০ কেজি গাঁজাসহ একটি পিকআপ গাড়ি আটক করেছে পুলিশ। তবে পুলিশ দেখে গাড়ি ফেলে মাদক পাচারকারীরাসহ চালক পালিয়ে গেছে।

বুধবার (২৯ জানুয়ারি) ভোর আনুমানিক সাড়ে ৫ টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের লোহাগাড়া অংশ চুনতি হাজী রাস্তার মাথা এলাকায় এ ঘটনা ঘটেছে।

বিষয়টি দৈনিক আজাদীকে নিশ্চিত করে লোহাগাড়া থানার উপ-পরিদর্শক (এসআই) শরিফুল ইসলাম পিপিএম বলেন, কক্সবাজার থেকে চট্টগ্রাম অভিমুখী একটি গাড়িতে করে মাদক আসছে এমন গোপন সংবাদের ভিত্তিতে চুনতি হাজী রাস্তার চেকপোস্ট বসানো হয়। এসময় মাদক বহনকারী গাড়িটি থামার জন্য সিগনাল দিলে গাড়ির চালক কিছুটা দূরে গাড়ি দাড় করিয়ে মাদক কারবারিরা সহ গাড়ি ফেলে পালিয়ে যায়। পরে গাড়িতে তল্লাশি চালিয়ে পলিথিন মোড়ানো ৫০টি বান্ডিলে প্যাকেট করা সর্বমোট ৫০ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

লোহাগাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আরিফুর রহমান দৈনিক আজাদীকে বলেন, পালিয়ে যাওয়া মাদক কারবারিদের চিহ্নিত করার চেষ্টা চলছে। মাদক উদ্ধারের বিষয়ে থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটা মামলা রুজু করা হয়েছে। জনস্বার্থে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Explore More Districts