উজিরপুরে সিআরএসএস – ওয়ার্ল্ড ভিশনের উদ্যোগে শিশু অধিকার ও সুরক্ষায় সাংবাদিকদের ভূমিকা শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত
২৭ January ২০২৫ Monday ৮:৪৭:৪৭ PM
নাজমুল হক মুন্না উজিরপুর :: বরিশাল জেলার উজিরপুর সিআরএসএস ও ওয়ার্ল্ড ভিশনের উদ্যোগে শিশু অধিকার ও সুরক্ষায় সাংবাদিকদের ভূমিকা শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল ১০ টায় উজিরপুরে সিআরএসএস ও ওয়ার্ল্ড ভিশনের কার্যালয় এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এ সময় উজিরপুর সাংবাদিক ইউনিয়ন ও প্রেসক্লাবের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। ওয়ার্ল্ড ভিশনের এ্যাক্টিং সিনিয়র ম্যানেজার ও বরিশালের এসিও সিলভিয়া ডেইজির সঞ্চালনায় বক্তব্য রাখেন উজিপুর সাংবাদিক ইউনিয়নের সভাপতি আব্দুর রহিম সরদার, উজিরপুর উপজেলা ও পৌর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন শরীফ, উজিরপুর সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মোঃ মাহফুজুর রহমান মাসুম, এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উজিরপুর সাংবাদিক ইউনিয়নের যুগ্ম সাধারণ সম্পাদক নাজমুল হক মুন্না, উজিরপুর প্রেসক্লাবের সদস্য মোঃ সুমন বালি, সাংবাদিক ইউনিয়নের দপ্তর সম্পাদক জুনায়েদ খান সিয়াম, প্রেসক্লাবের সদস্য আসাদুজ্জামান সুমন, সাংবাদিক ইউনিয়নের সদস্য গোলাম মোস্তফা আকাশ ও প্রেসক্লাব সদস্য মোঃ সোহাগ। এ সময় আরো উপস্থিত ছিলেন ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের স্পন্সরশীপ অফিসার পলাশ রঞ্জন সরকার, সিআরএসএস এর অ্যাসিস্ট্যান্ট প্রোগ্রাম কোর্ডিনেটর রিগবী সেতু গোমেজ, মনিটরিং এন্ড ইভিউলেশন স্পেশালিস্ট অফিসার রাকিবুল ইসলাম, এ্যানি মিতা বৈরাগী, জয়ধর, সিনথিয়া তন্বী, জেমস্ সানি বৈরাগী, কমিউনিটি ডেভেলপমেন্ট অফিসার আবু রায়হান. এ্যাকাউন্ট এন্ড এডমিন অসিত দাস। এ সময় সঞ্চালক সিলভিয়া ডেইজি প্রতিষ্ঠানের বিগত অর্থ বছরে সম্পাদিত কর্মের সফলতার বিস্তারিত তথ্য উপস্থাপন করেন। একই সাথে ২০২৫ সালের কর্মপরিকল্পনার অংশ হিসেবে ক্ষুধা মুক্ত শিশু, অপুষ্টি মুক্ত শিশু, বাল্যবিবাহ মুক্ত উপজেলা, জিরো শিশুশ্রম ও প্লাস্টিক মুক্ত সমাজ গড়তে সাংবাদিকদের ভূমিকা শীর্ষক মুক্ত আলোচনা কারা হয়।
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)