ইসরায়েলের কারাগার থেকে মুক্ত ২০০ ফিলিস্তিনি – DesheBideshe

ইসরায়েলের কারাগার থেকে মুক্ত ২০০ ফিলিস্তিনি – DesheBideshe

ইসরায়েলের কারাগার থেকে মুক্ত ২০০ ফিলিস্তিনি – DesheBideshe

তেল আবিব, ২৬ জানুয়ারি – গাজায় বন্দি চার ইসরিয়েলি নারী সেনার মুক্তি দেওয়ার ৩ ঘণ্টার মধ্যে ইসরায়েলি কারাগার থেকে ২০০ ফিলিস্তিনি বন্দিকে মুক্তি দেওয়া হয়েছে।

শনিবার (২৫ জানুয়ারি) এসব বন্দিকে মুক্তি দেওয়া হয়। এর মধ্যদিয়ে গাজায় ইসরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধবিরতি চুক্তির শর্ত অনুযায়ী দ্বিতীয় দফায় বন্দি বিনিময় সম্পন্ন হলো।

গাজা যুদ্ধবিরতি চুক্তির আওতায় দ্বিতীয় দফায় বন্দি বিনিময়ের অংশ হিসেবে শনিবার দুপুরের দিকে চার ইসরাইলি নারী সেনাকে মুক্তি দেয়া হয়। গত শুক্রবার (২৪ জানুয়ারি) তাদের নাম ঘোষণা করে হামাস। মুক্তিপ্রাপ্তরা হলেন যথাক্রমে করিনা আরিভ, ড্যানিয়েলা গিলবোয়া, নামা লেভি ও লিরি আলবাগ।

আল জাজিরা জানায়, মুক্তিপ্রাপ্ত চার নারী সেনা সুস্থ রয়েছেন। মুক্তির সময় তাদের প্রত্যেকের হাতে একটি করে ব্যাগ ছিল। তাদেরকে হাসিমুখে জনতার দিকে হাত নাড়তে দেখা যায় এবং তারা বিজয়সূচক চিহ্নও দেখিয়ে ছবিও তোলেন।

চার নারী সেনাকে হাতে পাওয়ার পর শনিবার বিকেলের দিকে রামাল্লার কাছে ওফার কারাগার থেকে ২০০ ফিলিস্তিনি বন্দিকে ছেড়ে দেয় ইসরায়েল। এরপর মুক্তিপ্রাপ্ত ফিলিস্তিনি বন্দিদের তিনটি বাসে করে অধিকৃত পশ্চিম তীরের রামাল্লার পশ্চিমে অবস্থিত বেইতুনিয়া শহরে নেয়া হয়।

সূত্র: আরটিভি নিউজ
আইএ/ ২৬ জানুয়ারি ২০২৫

 



Explore More Districts